Digha Jagannath Temple: পুরীর সঙ্গে অনেক মিল দিঘার জগন্নাথ ধামের, কিন্তু ফারাক কোথায় জানেন?

Kanishka Maity | Edited By: Soumya Saha

Apr 04, 2023 | 6:14 PM

Digha Jagannath Temple: মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, এ এক বিরাট কর্মযজ্ঞ। তাঁর আশা, যে গতিতে কাজ এগোচ্ছে, তাতে আগামী বছরের মধ্যে এই মন্দির তৈরির কাজ সম্পূর্ণ হয়ে যাবে।

Digha Jagannath Temple: পুরীর সঙ্গে অনেক মিল দিঘার জগন্নাথ ধামের, কিন্তু ফারাক কোথায় জানেন?
দিঘার জগন্নাথ মন্দির

Follow Us

দিঘা: ঢেলে সাজানো হচ্ছে সৈকত নগরী দিঘা (Digha)। সমুদ্র সৈকতের সৌন্দর্যায়নই শুধু নয়, তৈরি হচ্ছে দিঘার জগন্নাথ ধামও (Jagannath Temple)। পুরীর জগন্নাথ ধামের আদলে তৈরি হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সাধের প্রকল্প। জেলা সফরে এসে মঙ্গলবার দিঘায় সেই জগন্নাথ মন্দির প্রকল্পের পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, এ এক বিরাট কর্মযজ্ঞ। তাঁর আশা, যে গতিতে কাজ এগোচ্ছে, তাতে আগামী বছরের মধ্যে এই মন্দির তৈরির কাজ সম্পূর্ণ হয়ে যাবে। দিঘার এই জগন্নাথ ধাম একেবারে পুরীর জগন্নাথ মন্দিরের মতোই উঁচু হবে। ভোগঘর, বসার ঘর, রথ রাখার জায়গা… সব ব্যবস্থাই থাকছে দিঘার এই জগন্নাথ ধামে। এদিন জগন্নাথ মন্দিরের কাজে পরিদর্শনে এসে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনাটকের থেকে উপহার পাওয়া জগন্নাথ-বলরাম-সুভদ্রার রথের মডেলও দিঘার মন্দিরে দিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

দিঘার জগন্নাথ ধামের কাজ কতদূর এগোল, দেখে গেলেন মুখ্যমন্ত্রী

দিঘার এই মন্দিরের জন্য বাইরের থেকে পাথর আনা হচ্ছে। পুরীর জগন্নাথ ধামের মূর্তিগুলি নিমকাঠের হয়। তবে এখানে দিঘার জগন্নাথ মন্দিরের মূর্তিগুলির করা হচ্ছে মার্বেল পাথরের। এটুকুই ফারাক থাকছে। বাকি মন্দিরের ধ্বজা প্রতিদিনই নিয়ম মতো ওঠানো-নামানোর ব্যবস্থা করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, বাঙালির কাছে পর্যটনের অন্যতম ডেস্টিনেশন দিঘা। এই জগন্নাথ ধাম তৈরির কাজ সম্পূর্ণ হয়ে গেলে আগামী দিনে দিঘার পর্যটনে আরও জোয়ার আসবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

দিঘার জগন্নাথ ধামের ভিতরের অংশ

মন্দির তৈরির কাজ ইতিমধ্যেই অনেকটা এগিয়ে গিয়েছে। সেই কাজ আজ ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মন্দির তৈরির কাজের তদারকি চালাচ্ছে হিডকো। দ্রুত গতিতে মন্দির তৈরির কাজের জন্য হিডকোরও বেশ প্রশংসা করতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। সব মিলিয়ে প্রায় ২০ একর জমির উপর তৈরি হচ্ছে দিঘার এই জগন্নাথ ধাম। মন্দির তৈরির জন্য বিশেষ পাথর আনা হয়েছে রাজস্থান থেকে। নিউ দিঘা স্টেশন লাগোয়া এলাকায় বিস্তীর্ণ উঁচু বালিয়াড়ির ওপর গড়ে উঠছে এই জগন্নাথধাম।

দিঘার জগন্নাথ মন্দিরের কাজ চলছে জোরকদমে

 

Next Article