Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Digha-Tajpur: দিনের আলোয় দিঘা-তাজপুরে যা চলছে… আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এসব করছে কারা!

Digha-Tajpur: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১২ সালে তাজপুরে ১৯টি হোটেল থাকলেও ২০১৪ সালের ৪টি বেআইনি হোটেল ভেঙে দেয় প্রশাসন।

Digha-Tajpur: দিনের আলোয় দিঘা-তাজপুরে যা চলছে... আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এসব করছে কারা!
দিঘাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 20, 2025 | 8:07 PM

দিঘা: তাজপুর সমুদ্র সৈকতে রমরমিয়ে চলছে বেআইনি হোটেল নির্মাণ। প্রশাসনিক নিষেধাজ্ঞা ও ‘কোস্টাল আইন’কে বুড়ো আঙুল দেখিয়ে চলছে অবৈধ নির্মাণ। যেখানে সমুদ্রের জোয়ার-ভাটা চলার কথা, সেই জায়গায় নির্মিত হচ্ছে কংক্রিটের গার্ড ওয়াল। আর তার উপর দিয়েই বইছে জোয়ার-ভাটা। কোথাও হোটেলের দেওয়ালে আছড়ে পড়ছে সমুদ্রের জল। দীর্ঘদিন ধরে প্রশাসনের নাকের ডগায় চলছে এই ঘটনা। প্রশ্ন উঠছে, কীভাবে চলছে এই বেআইনি নির্মাণ?

বেআইনি এই নির্মাণে অভিযান চালিয়ে মন্দারমণি উপকূলীয় থানায় আটক করা হয়েছে দু’জনকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১২ সালে তাজপুরে ১৯টি হোটেল থাকলেও ২০১৪ সালের ৪টি বেআইনি হোটেল ভেঙে দেয় প্রশাসন। ২০১৭ সালে হোটেলের সংখ্যা ৩১টি থাকলেও এখন হোটেলের সংখ্যা প্রায় ১৫০-র কাছাকাছি। কোস্টাল রেগুলেটিং জোনের আইনকে না মেনে বঙ্গোপসাগর উপকূলে তাজপুর পর্যটন কেন্দ্রে নির্মাণ হচ্ছে একাধিক হোটেল।

স্থানীয়দের দাবি বহিরাগত কিছু ধনী ব্যক্তি স্থানীয় ঠিকাদারদের সঙ্গে সংযোগ রেখে চালাচ্ছে এই বেআইনির নির্মাণ। খবর পেয়ে সম্প্রতি এলাকায় যায় মন্দারমণি উপকূল থানার পুলিশ। বেশ কিছু নির্মাণ সামগ্রী বাজেয়াপ্তও করা হয়েছে।

রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার জানান, এই বেআইনি নির্মাণ রুখতে সবরকম ব্যবস্থা নেওয়া হবে। পঞ্চায়েত সমিতি প্রয়োজনীয় পদক্ষেপ করবে বলেও জানিয়েছেন তিনি।