মোদীর সভার আগে নন্দীগ্রামে বিজেপি কর্মীদের উপর ‘হামলা’, নন্দকুমারে ছিঁড়ল ফ্লেক্স

তৃণমূল-বিজেপির দোষারোপ, পাল্টা দোষারোপে গরম জেলা রাজনীতি।

মোদীর সভার আগে নন্দীগ্রামে বিজেপি কর্মীদের উপর 'হামলা', নন্দকুমারে ছিঁড়ল ফ্লেক্স
এভাবেই নষ্ট করা হয়েছে ফ্লেক্স।
Follow Us:
| Updated on: Feb 07, 2021 | 11:07 AM

পূর্ব মেদিনীপুর: প্রধানমন্ত্রীর সভার আগে বিজেপির পোস্টার, ফেস্টুন ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে দফায় দফায় উত্তপ্ত জেলা। নন্দীগ্রাম, নন্দকুমারে বিজেপির পতাকা ছেঁড়ার পাশাপাশি বিজেপি কর্মীদের প্রচার সভায় হামলা চালানোর অভিযোগ উঠেছে। অভিযোগের আঙুল শাসকদলের কর্মীদের দিকে। যদিও তৃণমূল সে অভিযোগ মানতে নারাজ।

হলদিয়া থেকে বাংলায় প্রচার শুরু করছেন নরেন্দ্র মোদী। রবিবার হলদিয়ার হেলিপ্যাড ময়দানে মোদীর জনসভা। পেট্রোলিয়াম মন্ত্রকের অনুষ্ঠানে একগুচ্ছ সরকারি প্রকল্পেরও উদ্বোধন করবেন তিনি। শনিবার থেকেই জেলার বিভিন্ন জায়গায় দলীয় পতাকা, প্রধানমন্ত্রীর ছবি লাগানো ফেস্টুন, পোস্টার লাগিয়েছেন বিজেপি কর্মীরা।

প্রধানমন্ত্রীর সভার আগে শনিবার নন্দীগ্রাম-২ ব্লকের আমদাবাদ-২ গ্রামপঞ্চায়েতের নতুন বাজার এলাকায় প্রচার করছিলেন বিজেপি কর্মীরা। অভিযোগ, সেখানেই বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয়। আহত হন পাঁচজন। গুরুতর জখম দু’জন। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সম্পাদক প্রলয় পাল বলেন, “জেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসছেন। তারই প্রচার করছিলেন আমাদের কার্যকর্তারা। সেখানে তৃণমল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা করেছে।” ঘটনার সঙ্গে তাদের কোনও যোগ নেই, পাল্টা দাবি করে তৃণমূল।

আরও পড়ুন: ঝড়খালির নদীতে মিলল মহিলার পচাগলা দেহ, প্রমাদ গুনছে কুঁদঘাটের দলুই পরিবার

এদিনই রাতে নন্দকুমার থানার নন্দকুমার হাই রোড ধারে একাধিক জায়গায় বিজেপির ফ্লেক্স ছেঁড়া হয় বলে অভিযোগ ওঠে। অভিযোগের আঙুল ওঠে তৃণমূলের দিকে। যদিও তৃণমূলের যুব সভাপতি পার্থসারথি মাইতির বক্তব্য, “এসব বলে লাভ নেই। শুভেন্দু অধিকারীকে দলে নেওয়ার পর বিজেপির অভ্যন্তরের কোন্দল সকলেই দেখছেন। এটাও তারই বহিঃপ্রকাশ।”