Moyna: শুভেন্দুর মিছিল থেকে ফেরার পথে ফের আক্রান্ত বিজেপি, আবারও নতুন করে উত্তপ্ত ময়না

Kanishka Maity | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 05, 2023 | 8:14 AM

Moyna: সভা থেকে বাড়ি ফেরার সময়ে আক্রান্ত হন দুই বিজেপি কর্মী। তাঁদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূল আশ্রীত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর তা নিয়ে এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

Moyna: শুভেন্দুর মিছিল থেকে ফেরার পথে ফের আক্রান্ত বিজেপি, আবারও নতুন করে উত্তপ্ত ময়না
উত্তপ্ত ময়না

Follow Us

ময়না: এখনও তপ্ত ময়না। বৃহস্পতিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা শেষ হতেই নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায়। সভা থেকে বাড়ি ফেরার সময়ে আক্রান্ত হন দুই বিজেপি কর্মী। তাঁদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূল আশ্রীত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর তা নিয়ে এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।বিজেপির বুধ সভাপতি বিজয় কৃষ্ণ ভুঁইয়া মৃত্যুর সিবিআই তদন্ত প্রতিবাদ জানিয়ে একটি ধিক্কার মিছিলে আয়োজন করে বিজেপি। ধিক্কার ও পদযাত্রায় পা মেলান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও স্থানীয় বিধায়ক অশোক দিণ্ডা-সহ বিজেপি নেতৃত্ব। মিছিলে অংশ নিয়েছিলেন গোবরাদন গ্রামের বিজেপি কর্মী তরুন দাস ও ঝন্টু মণ্ডল। শুভেন্দু অধিকারী সভা শেষ করে বাড়ি ফেরার পথে ওই দু’জন বিজেপি কর্মীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে। বিজেপি-র অভিযোগ তৃণমূল আশ্রীত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে গেলে দুই বিজেপি কর্মীকে রাস্তায় ফেলে চম্পট দেয় অভিযুক্তরা। রক্তাক্ত অবস্থায় আহত দুই বিজেপি কর্মীকে উদ্ধার করে চিকিৎসার জন্য তমলুক হাসপাতালে পাঠান স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে হাজির হয় এলাকার বিজেপি নেতৃত্ব।

নতুন করে এলাকায় বিজেপির ওপর হামলার অভিযোগ ওঠায় সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। তমলুক সংগঠনিক জেলার বিজেপি সহ সভাপতি আশিস মণ্ডল বলেন, “বাকচা তৃণমূল হার্মাদরা আবারও সমহিমায় অবতীর্ণ। বিজেপির বুধ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়ার সিবিআই তদন্তের দাবিতে কয়েক হাজার মানুষ শুভেন্দু অধিকারীর মিছিলে পা মিলিয়েছিল। আমাদের দু’জন কার্যকর্তাকে ১৫ – ২০ জন তৃণমূলের দুষ্কৃতীরা মারধর করে। তাদেরকে মাথায় আঘাত করে ও পা ভেঙে দেয়। পুলিশ কবে সক্রিয় হবে আমরা বুঝতে পারছি না।”

ময়না থানার এক পুলিশ আধিকারিক বলেন ” বিষয়টি আমাদের জানা নেই। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখছি।” ময়না স্থানীয় তৃণমূল নেতা বলেন ” বিজেপি পঞ্চায়েত নির্বাচনের আগে এই নাটক শুরু করেছে। একের পর এক নাটক দেখছি আমরা। আগামী দিনে আরো কত নাটক দেখব।”

Next Article