DM of Purba Medinipur: কমিশনের ঠিক করা জেলাশাসক বদল শুরু, প্রথমেই পূর্ব মেদিনীপুর
DM Change: ভোটের আগে অফিসার, আমলা, পুলিশ বদলির নির্দেশের বিশেষ ক্ষমতা নির্বাচন কমিশনের হাতেই থাকে। প্রথমেই বদল করেছিল পূর্ব মেদিনীপুর, বীরভূম, পূর্ব বর্ধমান ও ঝাড়গ্রামের জেলাশাসকদের। ২০১০ সালের ব্যাচের আইএএস জয়শী দাশগুপ্তকে দায়িত্ব দেওয়া হয় পূর্ব মেদিনীপুরের।

পূর্ব মেদিনীপুর: ভোট মিটতেই আবার শুরু রদবদল। সরিয়ে দেওয়া হল পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক জয়শী দাশগুপ্তকে সরিয়ে পূর্ণেন্দু মাজিকে জেলাশাসক করা হল। জয়শীকে প্রশাসনিক ও কর্মিবর্গ সংস্কারে স্পেশাল ডিউটিতে পাঠানো হয়। ভোটপর্বে এই জেলার জেলাশাসক তানবীর আফজলকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। তার পরিবর্তে জয়শী দাশগুপ্তকে জেলাশাসক হিসাবে পাঠিয়েছিল তারা। তবে জয়শীকে সরানো হলেও আপাতত নতুন কাউকে দায়িত্ব দেওয়ার কথা নবান্নের তরফে জানানো হয়নি।
ভোটের আগে একাধিক জেলাশাসক বদল হয়েছে। তবে বাকি কোনও জেলায় এখনও পর্যন্ত কমিশনের নিয়োগ করা জেলাশাসক বদল করেনি রাজ্য সরকার। প্রথমটি হল পূর্ব মেদিনীপুরে। লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা ও আদর্শ আচরণবিধি চালু হয়ে যাওয়ার পরই একের পর এক আমলা, পুলিশ বদলি শুরু হয়।
ভোটের আগে অফিসার, আমলা, পুলিশ বদলির নির্দেশের বিশেষ ক্ষমতা নির্বাচন কমিশনের হাতেই থাকে। প্রথমেই বদল করেছিল পূর্ব মেদিনীপুর, বীরভূম, পূর্ব বর্ধমান ও ঝাড়গ্রামের জেলাশাসকদের। ২০১০ সালের ব্যাচের আইএএস জয়শী দাশগুপ্তকে দায়িত্ব দেওয়া হয় পূর্ব মেদিনীপুরের।





