Nandigram: বাসের নীচে ঢুকে গেল ট্রেকার, নন্দীগ্রামে ভয়াবহ দুর্ঘটনা

Nandigram: স্থানীয় সূত্রে খবর, বাসটি চণ্ডীপুর থেকে নন্দীগ্রামের দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সেই সময় উল্টো দিক থেকে একটি ট্রেকারে আসছিল। বাসটি ট্রেকারটিকে সরাসরি ধাক্কা মারে।

Nandigram: বাসের নীচে ঢুকে গেল ট্রেকার, নন্দীগ্রামে ভয়াবহ দুর্ঘটনা
নন্দীগ্রামে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু
Follow Us:
| Edited By: | Updated on: May 10, 2023 | 4:53 PM

নন্দীগ্রাম: বাস ও ট্রেকারের মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনাগ্রস্ত ট্রেকারের পিছন থেকে ধাক্কা আরও একটি বাসের। ভয়াবহ দুর্ঘটনা নন্দীগ্রামে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে নন্দীগ্রামের ভেটুরিয়ার ঠাকুরচক এলাকায়। এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর জানা যাচ্ছে। গুরুতর আহত হয়েছেন আরও অনেকে। বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তাঁদের প্রত্যেককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, বাসটি চণ্ডীপুর থেকে নন্দীগ্রামের দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সেই সময় উল্টো দিক থেকে একটি ট্রেকারে আসছিল। বাসটি ট্রেকারটিকে সরাসরি ধাক্কা মারে। পিছন থেকে আরেকটি বাস গিয়ে ট্রেকারের পেছনে ধাক্কা মারে। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গেই এক জনের মৃত্যু হয়। এখনও পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি। তাঁর পরিবারের খোঁজ চলছে।

ট্রেকারে থাকা বাকি যাত্রীদের গুরুতর আঘাত লেগেছে বলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাসে থাকা যাত্রীদেরও কয়েকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে, ট্রেকারটি একেবারের বাসের তলায় ঢুকে গিয়েছিল। আর স্টিয়ারিংয়ে আটকে গিয়েছিল চালকের শরীর। দুমড়ে মুচড়ে যাওয়া ট্রেকারের ভিতর থেকে যাত্রীদের উদ্ধার করাই সমস্যা হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে উদ্ধারকাজে হাত লাগালেও পরে গ্যাস কাটার এনে গাড়ি কেটে দেহ বার করতে হয়।

দুর্ঘটনার জেরে প্রায় ২ ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়ে নন্দীগ্রাম- চণ্ডীপুর সড়কে যানচলাচল। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।