Nandigram: নন্দীগ্রামে বিজেপি কর্মীর কাপড়ের দোকানে আগুন, কাঠগড়ায় তৃণমূল

Kanishka Maity | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 05, 2023 | 3:53 PM

Nandigram: গ্রামবাসীদের ডাকাডাকিতেই অমল জানা এবং তাঁর স্ত্রী ঘুম ভাঙে। তাঁরা বেরিয়ে গিয়ে দেখেন, দোকান দাউ দাউ করে জ্বলছে। দমকল আসার আগে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দোকানের কিছু অংশ পুড়ে গিয়েছে।

Nandigram: নন্দীগ্রামে বিজেপি কর্মীর কাপড়ের দোকানে আগুন, কাঠগড়ায় তৃণমূল
নন্দীগ্রামে কাপড়ের দোকানে আগুন
Image Credit source: TV9 Bangla

Follow Us

পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামে বিজেপি কর্মীর কাপড়ের দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য এলাকায়। নন্দীগ্রাম দু’নম্বর ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বিরুলিয়া ১৪২ নম্বর বুথ এলাকার বাসিন্দা বিজেপি কর্মী অমল জানার।  বিরুলিয়া বাজারে একটি কাপড়ের ও তেলেভাজার দোকান রয়েছে। অভিযোগ, সোমবার রাত সাড়ে বারোটা নাগাদ তাঁর কাপড়ের দোকানে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা।

গ্রামবাসীদের ডাকাডাকিতেই অমল জানা এবং তাঁর স্ত্রী ঘুম ভাঙে। তাঁরা বেরিয়ে গিয়ে দেখেন, দোকান দাউ দাউ করে জ্বলছে। দমকল আসার আগে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দোকানের কিছু অংশ পুড়ে গিয়েছে। বেশ কিছু শাড়ি পুড়ে কয়েক হাজার টাকার ক্ষতি হয়েছে। অমল জানার বক্তব্য, তিনি যেহেতু বিজেপি কর্মী, তাই এলাকার তৃণমূল কর্মীরাই দোকানে আগুন লাগিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

অমলের কথায়, “সোমবার দোকানই খুলি। রাত দশটায় দোকান থেকে ফিরেছি। রাতের খাওয়া সেরে শুয়ে পড়ি। পরে গ্রামের লোকই ডাকাডাকি করে আমাকে তোলেন। বলেন দোকানে আগুন লাগে। গ্রামের কিছু তৃণমূল করা লোকের সঙ্গে ঝামেলা ছিল। তারা হুমকিও দিয়েছিল, দেখে নেবে। সেটা ব্যবসার কারণেই। ”

তৃণমূল নেতার বক্তব্য, “গরিব মানুষ। ওইভাবেই সংসার চলে। জানি না কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে। আমি প্রশাসনকে জানিয়েছি। দোষীদের শাস্তি পাওয়া দরকার আছে। তবে এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।” ঘটনার তদন্ত শুরু করেছে নন্দীগ্রাম থানার পুলিশ।

Next Article