
পূর্ব মেদিনীপুর: আবারও নন্দীগ্রামে তৃণমূলের ক্যাম্প ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। নন্দীগ্রামের হরিপুরে ‘বাংলার ভোটাধিকার রক্ষার্থে’ তৃণমূলের ক্যাম্পে হামলা। রাজনৈতিক তরজা শুভেন্দুর বিধানসভা এলাকায়। নন্দীগ্রাম ১ব্লকের ভেকুটিয়ার পর এবার হরিপুরে হামলার অভিযোগ। এ বিষয় বাপ্পাদিত্য গর্গ, নন্দীগ্রাম ১ নম্বর ব্লক কোর কমিটির সদস্য বলেন, ‘বাংলা ভাষায় একটি প্রবাদ আছে – পিঁপড়ের পাখা গজায় মরিবার তরে। ভেকুটিয়া এবং হরিপুর অঞ্চলে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের এসআইআর সহায়তা ক্যাম্পে যে ভাঙচুর চালাচ্ছে, এ থেকে এটাই প্রমাণিত যে তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে যখন জনসম্পর্ক করছে, ক্যাম্পে যখন মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমরা লক্ষ্য করছি তখনই কিন্তু বিজেপির গাত্রদাহ ধরেছে।”
যদিও তৃণমূলের দাবিকে ভিত্তিহীন বলে জানিয়েছেন তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য ও নন্দীগ্রাম মণ্ডল দুই সভাপতি সুদীপ দাস। তিনি বলেন, “এই অঞ্চল ভারতীয় জনতা পার্টির শক্ত ঘাঁটি। বিরোধীদের কোনওরকম কোনও সংগঠন নেই, ওদের ক্যাম্প বাঁধারও লোক নেই। কিন্তু গতকাল আমরা বিডিও অফিসে লক্ষ্য করেছিলাম, ওদের সাতজন কোর কমিটির মধ্যে সাতজনেরই নেতা হওয়ার জন্য প্রতিযোগিতা চলছে। এই নিয়ে এরা নিজেদের মধ্যে এরকমভাবে অভিযোগ করে নেতা হওয়ার চেষ্টা করছে, কার নাম আগে ক্যামাক স্ট্রিটে যাবে।”
প্রসঙ্গত, কিছুদিন আগেই নন্দীগ্রামে তৃণমূলের ‘ভোট রক্ষা’ সহযোগিতা ক্যাম্পে হামলা করে বলেই অভিযোগ তোলে তৃণমূল। পাল্টা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই এই ঘটনা বলে দাবি করে পদ্ম শিবির। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর প্রেস কনফারেন্স চলাকালীন তৃণমূলের ভোট রক্ষা ক্যাম্পের উপর হামলা চলেছিল বলে অভিযোগ ওঠে।