Nandigram TMC Leader: আবু তাহেরের আত্মসমর্পণ, ৩ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত

Purba Medinipur: চিল্লগ্রামে বিজেপি কর্মী দেবব্রত মাইতির হত্যা মামলা-সহ একাধিক ঘটনায় তাঁদের নাম উদ্দেশ্যপ্রণোদিতভাবে জুড়ে দেওয়ার অভিযোগ করেছিলেন আবু তাহের। এবার আত্মসমর্পণ করলেন তিনি। সূত্রের খবর, বেশ কিছুদিন বেপাত্তা ছিলেন তিনি। শনিবার দুপুরে হলদিয়া কোর্টে আত্মসমর্পণ করতে আসেন।

Nandigram TMC Leader: আবু তাহেরের আত্মসমর্পণ, ৩ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত
তৃণমূল নেতা আবু তাহের। Image Credit source: TV9 Bangla

| Edited By: সায়নী জোয়ারদার

Sep 16, 2023 | 4:04 PM

পূর্ব মেদিনীপুর: ভোট পরবর্তী অশান্তি মামলায় আত্মসমর্পণ নন্দীগ্রামের তৃণমূল নেতা আবু তাহেরের। শনিবার হলদিয়া আদালতে আত্মসমর্পণ করেন তিনি। সিবিআই বারবার নোটিস দেওয়ায় চাপ বাড়ছিল তৃণমূল নেতার। এরইমধ্যে আত্মসমর্পণ শাসকদলের নেতার। ভোটের পর নানা জায়গায় অশান্তির মামলায় নাম জড়ায় আবু তাহের, শেখ খোশনবিসদের। চিল্লগ্রামে বিজেপি কর্মী দেবব্রত মাইতির হত্যা মামলা-সহ একাধিক ঘটনায় তাঁদের নাম উদ্দেশ্যপ্রণোদিতভাবে জুড়ে দেওয়ার অভিযোগ করেছিলেন আবু তাহের। এবার আত্মসমর্পণ করলেন তিনি। সূত্রের খবর, বেশ কিছুদিন বেপাত্তা ছিলেন তিনি। শনিবার দুপুরে হলদিয়া কোর্টে আত্মসমর্পণ করতে আসেন। তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। আগামী ১৯ তারিখ আবারও আদালতে তোলা হবে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, ২০১১ সাল থেকেই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের গুরুত্ব অপরিসীম। এই নন্দীগ্রামের কাঁধে ভর রেখে সেবার রাজ্য রাজনীতিতে পালাবদল হয়েছিল। রাজনীতির কারবারিরা বলেন, তৃণমূলের পক্ষে মানুষের রায়, ৩৪ বছরের বামজমানার পতন, সবই এই নন্দীগ্রামকে কেন্দ্র করেই। অন্তত বাম-দুর্গের পতনে প্রধান অনুঘটক হিসাবে নন্দীগ্রামকে ধরাই যায়।

একুশের বিধানসভা ভোটেও নন্দীগ্রাম কার্যত নির্বাচনের ‘ভরকেন্দ্র’ হয়ে উঠেছিল। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। নির্বাচনে জিতে শুভেন্দুই এই কেন্দ্রের বিধায়ক হন। তবে ভোটের আবহে বারবার নন্দীগ্রামকে উত্তপ্ত করার অভিযোগ ওঠে। এমনকী ভোট মেটার পরও বিভিন্ন জায়গায় হিংসার অভিযোগ তোলে বিরোধীরা। এই ঘটনায় আদালতের নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে আসে আবু তাহেরদের মতো নন্দীগ্রামের তাবড় তৃণমূল নেতার নাম।

আবু তাহেরের আইনজীবী মনসুর আলম বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশেই নিম্ন আদালতে আত্মসমর্পণ করেছেন। এই মামলা যেহেতু ইতিমধ্যেই ফাস্ট ট্র্যাক আদালতে চলে গিয়েছে, তাই রেকর্ড-সহ ১৯ সেপ্টেম্বর এডিজে কোর্টে হাজির করাতে হবে। ভোট পরবর্তী হিংসার মামলা। যদিও প্রাথমিক চার্জশিটে ওনার নাম আসেনি। আমরা কলকাতা হাইকোর্টে গিয়েছিলাম। সেখানে আবেদন খারিজের পর সুপ্রিম কোর্টে যাই। সুপ্রিম কোর্ট ২ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়। সেইমতোই আজ আত্মসমর্পণ।”