Nandigram: নন্দীগ্রামে নির্বাচনে জয় তৃণমূলের, তারপরই বাড়িতে ঢুকে তৃণমূল কর্মীকে কুপিয়ে ‘খুন’

Nandigram: জানা যাচ্ছে, নন্দীগ্রামের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ৭ নম্বর জলপাই গ্রামে রবিবার রাতে এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ, বিজেপি আশ্রীত দুষ্কৃতীদের দ্বারা এই হামলায় আহত হন শ্রীকান্ত মণ্ডল এবং শ্রীমন্ত দুই ভাই। তাঁরা দুজনেই তৃণমূলকর্মী।

Nandigram: নন্দীগ্রামে নির্বাচনে জয় তৃণমূলের, তারপরই বাড়িতে ঢুকে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন
নন্দীগ্রামে খুন তৃণমূল কর্মীImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 09, 2024 | 12:10 PM

নন্দীগ্রাম:  তমলুক কো-অপারেটিভ এগ্রিকালচার ব্যাঙ্কের নির্বাচন। যা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহৎ কৃষি সমবায় ব্যাঙ্ক বলা চলে। জেলা জুড়ে এই নির্বাচনে তৃণমূলের ব্যাপক জয়। আর নন্দীগ্রামে বিজেপির জয় জয়কার। আর নন্দীগ্রামে সমবায় নির্বাচনে জয়ের পরেই তৃণমূল কংগ্রেস কর্মীকে বাড়িতে ঢুকে খুনের অভিযোগ।  তৃণমূল কর্মীর পেটে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অভিযোগের তির বিজেপির দিকে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শ্রীকান্ত মণ্ডল। তিনি নন্দীগ্রাম ১ব্লকের ৭ নম্বর জলপাই গ্রামের বাসিন্দা।

জানা যাচ্ছে, নন্দীগ্রামের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ৭ নম্বর জলপাই গ্রামে রবিবার রাতে এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ, বিজেপি আশ্রীত দুষ্কৃতীদের দ্বারা এই হামলায় আহত হন শ্রীকান্ত মণ্ডল এবং শ্রীমন্ত দুই ভাই। তাঁরা দুজনেই তৃণমূলকর্মী।

রবিবার রাতে বাড়িতে ঢুকে মারধরও ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। দু’জনকেই আশঙ্কাজনক অবস্থায় নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয় । শ্রীমন্তের চিকিৎসা চলছে। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের জন্য ভোরে মৃত্যু হয় শ্রীকান্তের। যদিও বিজেপি এই ঘটনার সাথে যুক্ত নয় বলেই সাফ জানিয়েছে স্থানীয় নেতৃত্ব। বিজেপি নেতৃত্বের বক্তব্য, এই ঘটনায় বিজেপি কোনওভাবেই জড়িত নয়। এটা তৃণমূলেরই অভ্যন্তরীণ সমীকরণের ফল।