Relationship: পাড়ায় এসেছে রূপবতী নতুন বউ, প্রেমে হাবুডুব ঠাকুরপো ঘটাল কেলেঙ্কারি কাণ্ড

Purba Medinipur: পুলিশ সূত্রে খবর, সদ্য বিয়ে হয়েছে ওই মহিলার। সেই মহিলার দিকে নজর পড়ে পাড়ার এক বিবাহিত যুবকের। যে কোনওভাবেই হোক ওই মহিলাকে পেতে মরিয়া হয়ে ওঠেন তিনি। প্রেমের ফাঁদ পেতে লাভ না হওয়ায় গভীর রাতে ছাদ টপকে ঢোকেন ওই মহিলার ঘরে।

Relationship: পাড়ায় এসেছে রূপবতী নতুন বউ, প্রেমে হাবুডুব ঠাকুরপো ঘটাল কেলেঙ্কারি কাণ্ড
মহিলার গোপন ভিডিয়ো তুলে গ্রেফতার যুবক। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 30, 2023 | 9:58 PM

পূর্ব মেদিনীপুর: পাড়ায় নতুন বউ এসেছে। রূপ তার যেন ঠিকরে পড়ে। সেই বউ নজরে আসে পাড়ার এক যুবকের। নানাভাবে তাঁকে প্রেমের ফাঁদে ফেলার চেষ্টা করেন তিনি। ব্যর্থ হয়ে বদলে ফেলেন পথ। লুকিয়ে ওই বউয়ের ঘরে ঢুকে আপত্তিকর ছবি, ভিডিয়ো মোবাইল বন্দি করেন। এরপর তা দেখিয়েই হুমকি দিতে থাকেন বলে অভিযোগ। যদিও ভয় দেখিয়ে বিশেষ সুবিধা করতে পারেননি অভিযুক্ত। উল্টে পুলিশের হাতে ধরা পড়ে এখন শ্রীঘরে ঠাঁই হয়েছে। পূর্ব মেদিনীপুরের মারিশদা থানা এলাকার ঘটনা। শনিবার অভিযুক্তকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। অভিযোগকারী মহিলার গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে আদালতের তরফে।

পুলিশ সূত্রে খবর, সদ্য বিয়ে হয়েছে ওই মহিলার। সেই মহিলার দিকে নজর পড়ে পাড়ার এক বিবাহিত যুবকের। যে কোনওভাবেই হোক ওই মহিলাকে পেতে মরিয়া হয়ে ওঠেন তিনি। প্রেমের ফাঁদ পেতে লাভ না হওয়ায় গভীর রাতে ছাদ টপকে ঢোকেন ওই মহিলার ঘরে।

ঘুমন্ত অবস্থায় ওই বধূর আপত্তিকর ছবি, ভিডিয়ো তোলেন নিজের মোবাইলে। এরপর চাপ দিতে থাকেন প্রেমের প্রস্তাবে সাড়া দেওয়ার জন্য। শারীরিক সম্পর্ক তৈরি করতেও চাপ দেন বলে অভিযোগ। বলেছিলেন, ফিরিয়ে দিলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে ভিডিয়ো। এরপর মারিশদা থানায় অভিযোগ জানান মহিলা। এরপর শুক্রবার রাতেই গ্রাম থেকে তুলে নিয়ে যায় পুলিশ।

মারিশদা থানার ওসি সৌমেন গুহ বলেন, “অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। মোবাইলটি বাজেয়াপ্ত করতে অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।”