Digha: প্রেমের প্রস্তাব দিয়ে দিঘায় এনে যুবতীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙা থানা এলাকায়। ধর্ষণ সংক্রান্ত একটি জিরো এফআইআর -এর তদন্তে নেমে মহারাষ্ট্রের রায়গড় জেলার পানভেল শহর থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে দিঘা থানার পুলিশ।

Digha: প্রেমের প্রস্তাব দিয়ে দিঘায় এনে যুবতীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক
দিঘায় ধর্ষণ?Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 09, 2025 | 10:27 PM

দিঘা: গত বছর প্রেমিকের সামনে দিঘায় এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। সেই ঘটনার পর আবারও দিঘায় ধর্ষণের অভিযোগ। তরুণীকে নিয়ে এসে সৈকত শহরে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত যুবক। বস্তুত, শীত পড়তেই ভ্রমণ পিপাসু বাঙালি বেরিয়ে পড়ে ঘুরতে। দূরে যেতে না পারলেও কাছে-পিঠে ঘুরে আসেন তাঁরা। তার মধ্যে অন্যতম জনপ্রিয় স্থান দার্জিলিং ও দিঘা। তবে ভরা মরশুমের মধ্যে এমন একটি ঘটনা স্বাভাবিকভাবেই নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে।

জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙা থানা এলাকায়। ধর্ষণ সংক্রান্ত একটি জিরো এফআইআর -এর তদন্তে নেমে মহারাষ্ট্রের রায়গড় জেলার পানভেল শহর থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে দিঘা থানার পুলিশ।

পুলিশ সূত্র থেকে জানা গিয়েছে, আমডাঙা থানা এলাকার বছর কুড়ির তরুণীকে দিঘায় বেড়াতে নিয়ে আসে ওই যুবক। তারপর হোটেলের মধ্যে ধর্ষণ করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ঘটনাটি গত অক্টোবর মাসের। ধৃত যুবক বিবাহিত। তাঁর স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও সে ওই তরুণীকে প্রেমের জালে ফাঁসিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ।

এরপর দিঘা থেকে ফিরে নির্যাতিতা তরুণী আমডাঙা থানায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। এরপর গত ৩ নভেম্বর আমডাঙা থানা জিরো এফআইআর রুজু করে মামলাটি তদন্তের জন্য দিঘা থানায় স্থানান্তরিত করে। তদন্ত শুরু হতেই দিঘা থানার পুলিশ যাবতীয় সূত্র ধরে অভিযুক্তের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়। এরপর ৬ ডিসেম্বর পানভেল থেকে অভিযুক্তকে আটক করে পুলিশ। ট্রানজিট রিমান্ডে তাকে নিয়ে আসা হয় সোমবার। মঙ্গলবার কাঁথি মহকুমা আদালতে ধৃতকে পেশ করা হলে বিচারক তার ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।