New Digha: ভুল চিকিৎসার অভিযোগ, নার্সিংহোমে মৃত্যু প্রসূতির

New Digha: জানা গিয়েছে, সালেমা বিবি নামে এক প্রসূতি ভর্তি হয়। গত রবিবার, প্রসূতির চিকিৎসার জেরে শারীরিক অবনতি হয়। অভিযোগ, পরিবারকে না জানিয়ে প্রসূতিকে ওই নার্সিংহোম থেকে কাঁথির একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়।

New Digha: ভুল চিকিৎসার অভিযোগ, নার্সিংহোমে মৃত্যু প্রসূতির
মৃত্যু প্রসূতিরImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 15, 2025 | 7:02 PM

নিউ দিঘা: প্রসূতি মৃত্যুর অভিযোগ। ভুল চিকিৎসায় এই ঘটনা ঘটেছে বলে মৃতের পরিবারের। ঘটনায় বিক্ষোভ রোগীর আত্মীয়-পরিজনদের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের দিঘায়।

জানা গিয়েছে, সালেমা বিবি নামে এক প্রসূতি ভর্তি হয়। গত রবিবার, প্রসূতির চিকিৎসার জেরে শারীরিক অবনতি হয়। অভিযোগ, পরিবারকে না জানিয়ে প্রসূতিকে ওই নার্সিংহোম থেকে কাঁথির একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। সেখানেই সোমবার রাতে মৃত্যু হয় মহিলার। আর সেই খবর জানাজানি হতেই উত্তেজনা ও ক্ষোভ জমতে থাকে। এরপর এদিন দুপুরে নিউ দিঘার নার্সিংহোম ঘেরাও করে বিক্ষোভ দেখান প্রসূতির পরিবার।

খুরসদ আলি শা বলেন, “রবিবার প্রথমে ভর্তি নেয়নি। বলল সোমবার ভর্তি নেবে। সেই মতো সোমবার নিয়ে আসি। এরপর ১২টা ১৫ নাগাদ সন্তান হয়। রোগীকে বের করে ১টা নাগাদ। সেই সময় বাচ্চাটার মা ভালই কথা বলেছিল। ৪৫ মিনিট পর মহিলা জল চায়। কিন্তু বলল স্যালাইন চলছে তাই জল দেওয়া হবে না। এরপর ওরাই সেলাই কেটে দেয়। আর বলছে সেলাই ছিঁড়ে গিয়েছে। বলছে অন্য হাসপাতালে নিয়ে যান। পরে মারা গিয়েছে।” যদিও এই ঘটনায় নার্সিংহোমের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।