
পাঁশকুড়া: মর্মান্তিক ঘটনা পশ্চিম মেদিনীপুরের পাঁশকুড়ায়। সেখানে হস্টেল থেকে উদ্ধার হল একাদশ শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হল। দেহ উদ্ধারের ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে।
পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মেছোগ্রামের বীণাপাণি গুরুকুল হোস্টেল অ্যান্ড ট্রাস্টের ঘটনা। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম কুনামী টুডু (১৭)। সে পশ্চিম মেদিনীপুর জেলার কলাইকুন্ডার বাসিন্দা। জানা গিয়েছে, ওই ছাত্রী আবাসিক স্কুলেরই একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতেন। পড়াশোনার পাশাপাশি নাচ ,আবৃতি সহ সব বিষয়ে পারদর্শী ছিল। খুবই মেধাবী ছাত্রী ছিল সে।
পরিবারের দাবি, গত কয়েকদিন ধরেই সহপাঠীদের সঙ্গে মনোমালিন্য হয়েছিল।পাশাপাশি হস্টেল কর্তৃপক্ষের গাফিলতিরও আছে। সোমবার সকাল নাগাদ ছাত্রী নিবাসেরই শৌচালয়ে তার ঝুলন্ত দেহ দেখতে পায় সহপাঠীরা। খবর পেয়েই ওই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ তার দেহ উদ্ধার করে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
মৃতের বাবা বলেন, “আমি ডিউটিতে ছিলাম। বাড়ি থেকে ফোন এসেছিল বলল ঘরে ফিরতে। তখন স্ত্রী বলেন আমাদের মেয়ে আত্মহত্যা করেছে। এত বড় সিদ্ধান্ত এমনি এমনি নিল? নিশ্চয় কিছু হয়েছিল।”