Digha: একজনের বাড়ি তারকেশ্বর, অন্যজনের ধনেখালি! ২৪ ঘণ্টায় দিঘায় পরপর মৃত্যু ২ পর্যটকের

Digha: তারকেশ্বর থেকে দিঘায় ঘুরতে এসেছিলেন স্বপন মালিক (২৫)। কর্মরত ছিলেন একটি বেসরকারি সংস্থায়। সোমবার দুপুর দুটো নাগাদ পুরানো দিঘায় সি-হক ঘোলা সমুদ্র সৈকতে ঘটে ঘটনাটি।

Digha: একজনের বাড়ি তারকেশ্বর, অন্যজনের ধনেখালি! ২৪ ঘণ্টায় দিঘায় পরপর মৃত্যু ২ পর্যটকের
শোরগোল সৈকত শহরে Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jul 22, 2025 | 8:26 PM

দিঘা: ২৪ ঘণ্টায় ২ পর্যটকের মৃত্যু! শোকের ছায়া সৈকত শহরে। সোমবার দুটি আলাদা আলাদা ঘটনায় দিঘায় স্নানে নেমে তলিয়ে গিয়েছিলেন হুগলির দুই যুবক। একজনের বাড়ি হুগলির ধনেখালিতে। অন্যজনের তারকেশ্বরের। সোমবার সকালে একজনের খোঁজ পাওয়া গেলেও আর একজনের খোঁজ পাওয়া যায়নি। চলছিল তল্লাশি। অবশেষে উদ্ধার হল দেহ।   

তারকেশ্বর থেকে দিঘায় ঘুরতে এসেছিলেন স্বপন মালিক (২৫)। কর্মরত ছিলেন একটি বেসরকারি সংস্থায়। সোমবার দুপুর দুটো নাগাদ পুরানো দিঘায় সি-হক ঘোলা সমুদ্র সৈকতে ঘটে ঘটনাটি। স্থানীয় সূত্রে খবর, দিঘা মোহনা থানার উত্তর খাদাল গোবরার বাসিন্দা মামা তপন সানার বাড়িতে এসেছিলেন। স্বপন। ঘটনার পর থেকেই তাঁর খোঁজে তল্লাশি জারি রাখে দিঘা মোহনা কোস্টাল থানার উদ্ধারকারী দল। অবশেষে এদিন মঙ্গলবার নিউ দিঘায় ভেসে উঠল নিখোঁজ যুবকের দেহ।

অন্যদিকে দিঘায় ঘুরতে এসেছিলেন ধনিয়াখালির বোসো গ্রামের বছর সাতাশের এক যুবক। তিনিও আত্মীয় স্বজনের সঙ্গে স্নানে নেমেছিলেন। তখন দুপুর। আচমকা জলে তলিয়ে যান তিনি। সোমবা সকালে ১১টা ৪৫ মিনিট নাগাদ নিউ দিঘার নতুন জগন্নাথ মন্দির ঘাটের অধীরে দেহ ভাসতে দেখেন পুলিশ কর্মীরা। উদ্ধার করে দ্রুত দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের লোকজন দেহ শনাক্ত করলে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়।