নন্দীগ্রাম: পরপর দুই তৃণমূল কর্মীর খুন। অভিযোগের তীর বিজেপির দিকে। এই আবহেই নন্দীগ্রাম থানার আইসি অনুপম মণ্ডলকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে ডিএসপি তুহিন বিশ্বাসকে। এবার সেই পুলিশ আধিকারিকের বিরুদ্ধেই অপহরণের মামলা করার হুঁশিয়ারি দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এ দিন বিরোধী দলনেতা বলেন, “পুলিশ ব্যস্ত বিজেপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করতে। তুহিন বিশ্বাসের বিরুদ্ধে অপহরণের মামলা করব। চন্দন দাস নামে এক বিজেপি কর্মীকে ওড়িশা থেকে গ্রেফতার করেছে। সেটা ওড়িশা পুলিশও জানে না। কত বড় মাতব্বর হয়েছে আমি দেখব।”
উল্লেখ্য, সমবায় নির্বাচনে বিপুল ভোটে জেতার এক সপ্তাহের মধ্যে পরপর দুই তৃণমূল কর্মীকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনায় এবার গ্রেফতার দুই বিজেপি কর্মী। ওড়িশা থেকে তাদের গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের নাম চন্দন দাস ও রাজকুমার মণ্ডল। এখানে উল্লেখ্য, নন্দীগ্রাম থানার প্রাক্তন আইসি অনুপম মণ্ডলের বিরুদ্ধে বিজেপির সঙ্গে যোগসাজোশের অভিযোগ ওঠে। এমনকী বিধায়ক শুভেন্দু অধিকারীর সঙ্গেও বেশ খাতির রয়েছে বলে দাবি করে তৃণমূল।