নন্দীগ্রাম: ভোটের ফল (Assembly Election Result 2021) প্রকাশের সন্ধ্যা থেকেই অশান্ত নন্দীগ্রাম। ভোটের গণনায় কারচুপির অভিযোগ তুলে স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আদালতে যাওয়ার কথা বলেছেন, তাঁর অনুগামীরা তখন জায়গায় জায়গায় অবরোধ-বিক্ষোভ শামিল হয়েছেন। রবিবারের পর সোমবারও একই পরিস্থিতি বহাল ছিল।
এরপরই সোমবার রাতে নন্দীগ্রামের বিভিন্ন জায়গা পরিদর্শনে যান পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার। পরিস্থিতি খতিয়ে দেখেন তাঁরা। পরিস্থিতি শান্ত রাখার জন্য তৃণমূল ও বিজেপির কর্মী-সমর্থকদের অনুরোধও করে জেলা পুলিশ। এরইমধ্যে খবর সোমবার রাতে কেশবপুরে এক বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর চালানো হয়।
আরও পড়ুন: ভোর থেকেই মেঘের গুরু গুরু, আলো ফুটতেই সঙ্গী বৃষ্টি! আজ শহরে রয়েছে কালবৈশাখীর পূর্বাভাসও
মানিকপুরেও বিক্ষিপ্ত গোলমালের অভিযোগ এসেছে ভোটের ফল প্রকাশের পরের রাতে। অভিযোগ, মঙ্গলবার সকালে বিজেপির লোকজন নন্দীগ্রামের টেঙ্গুয়া মোড়ে ঝামলো করে। তবে ধীরে ধীরে পুরনো ছন্দে ফিরছে নন্দীগ্রাম। সোমবার রাত থেকে সার্বিকভাবে নন্দীগ্রাম কিছুটা নিয়ন্ত্রণে।