পূর্ব মেদিনীপুর: অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) ফের তলব করেছে সিবিআই (CBI)। এবার গরু পাচার মামলায় (Cow Smuggling Case) ডাকা হয়েছে তাঁকে। আগামী ১৪ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। অনুব্রত মণ্ডলকে সিবিআই তলব নিয়ে বৃহস্পতিবার সুর চড়ান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, গরু পাচারকাণ্ডের মূল অভিযুক্ত এনামুল হক এবং বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল একে অপরের বন্ধু। তাঁরা যৌথ ব্যবসা করেন বলেও বিস্ফোরক দাবি এই বিজেপি বিধায়কের। তিনি বলেন, শুধু সিবিআই ডাকলে হবে না। কড়া ব্যবস্থাও নিতে হবে। এদিন পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম চরগড়িয়াতে জয় শ্রীরাম সংঘের উদ্যোগে রাম পুজোর উদ্বোধন করতে আসেন শুভেন্দু অধিকারী। সেখানেই এই দাবি করেন তিনি। তবে অনুব্রত মণ্ডলকে নিয়ে সরব হলেও তৃণমূল সাংসদ দেবকে সিবিআইয়ের তলব নিয়ে কথা বলতে চাননি তিনি।
অনুব্রত মণ্ডলকে এই নিয়ে দ্বিতীয়বার গরু পাচারকাণ্ডে তলব করল সিবিআই। গত এপ্রিলে অনুব্রতকে ডেকেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু শারীরিক অসুস্থতার কথা বলে সেই সময় সিবিআইয়ের ডাক এড়িয়ে যান বীরভূমের ‘কেষ্ট’। এরপরই বৃহস্পতিবার দ্বিতীয় নোটিস পাঠানো হয় তাঁকে। আগামী ১৪ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে হাজির হতে বলা হয়েছে তাঁকে।
এদিন শুভেন্দু অধিকারী এই সিবিআই তলব প্রসঙ্গে বলেন, “এনামুল আর অনুব্রত তো বন্ধু। এত দেরী করে ডাকছে কেন? ডাকলে হবে না। ঢোকাতে হবে ভিতরে। এনামুলের সঙ্গে অনুব্রত মণ্ডল একেবারে যৌথ ব্যবসা করেছে। রাইস মিলের ব্যবসা এবং গরু পাচারের ব্যবসা। দু’টোর সঙ্গেই অনুব্রত মণ্ডল যুক্ত। এটা তো সকলেই জানে।” এর আগে ভোট পরবর্তী হিংসা মামলায় সাক্ষী হিসাবেও অনুব্রত মণ্ডলকে তলব করেছিল সিবিআই। শারীরিক অসুস্থতার কারণে হাজির হননি তিনি। এসএসকেএমে ভর্তিও হন। যা নিয়ে শুভেন্দুর বক্তব্য ছিল, “সিবিআই-এর কাছে আবেদন করব ওনাকে দিল্লি এইমসে নিয়ে গিয়ে ভাল করে স্বাস্থ্য পরীক্ষা করাতে। এতটাই গুরুতর অসুস্থ এসএসকেএমে ওনার চিকিৎসা হবে না।”
‘এখানে অনেক জালি হিন্দু আছে’
এদিন উত্তর প্রদেশের অযোধ্যার সঙ্গে বাংলার তুলনা করে শুভেন্দু অধিকারী বলেন এখানে ‘জালি হিন্দু’ রয়েছে অনেকে। তাঁদের সংজ্ঞা কী, তার ব্যাখ্যা করতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “উত্তর প্রদেশে ভেজাল হিন্দু নেই। ৫০০ টাকায় বিক্রি হয় না। শ্রীকৃষ্ণের জন্মভূমি, শ্রীরামের জন্মভূমি। ওখানকার হিন্দুরা বিক্রি হয় না। এখানে তো কেউ কেউ , সবাই না! বেশিরভাগই আমাকে ভোট দিয়েছে। কিছু হিন্দু তো ৫০০ টাকার লোভে অন্য জায়গায় ভোট দিয়েছে। এখানে অনেক জালি হিন্দু থাকে।”
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
পূর্ব মেদিনীপুর: অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) ফের তলব করেছে সিবিআই (CBI)। এবার গরু পাচার মামলায় (Cow Smuggling Case) ডাকা হয়েছে তাঁকে। আগামী ১৪ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। অনুব্রত মণ্ডলকে সিবিআই তলব নিয়ে বৃহস্পতিবার সুর চড়ান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, গরু পাচারকাণ্ডের মূল অভিযুক্ত এনামুল হক এবং বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল একে অপরের বন্ধু। তাঁরা যৌথ ব্যবসা করেন বলেও বিস্ফোরক দাবি এই বিজেপি বিধায়কের। তিনি বলেন, শুধু সিবিআই ডাকলে হবে না। কড়া ব্যবস্থাও নিতে হবে। এদিন পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম চরগড়িয়াতে জয় শ্রীরাম সংঘের উদ্যোগে রাম পুজোর উদ্বোধন করতে আসেন শুভেন্দু অধিকারী। সেখানেই এই দাবি করেন তিনি। তবে অনুব্রত মণ্ডলকে নিয়ে সরব হলেও তৃণমূল সাংসদ দেবকে সিবিআইয়ের তলব নিয়ে কথা বলতে চাননি তিনি।
অনুব্রত মণ্ডলকে এই নিয়ে দ্বিতীয়বার গরু পাচারকাণ্ডে তলব করল সিবিআই। গত এপ্রিলে অনুব্রতকে ডেকেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু শারীরিক অসুস্থতার কথা বলে সেই সময় সিবিআইয়ের ডাক এড়িয়ে যান বীরভূমের ‘কেষ্ট’। এরপরই বৃহস্পতিবার দ্বিতীয় নোটিস পাঠানো হয় তাঁকে। আগামী ১৪ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে হাজির হতে বলা হয়েছে তাঁকে।
এদিন শুভেন্দু অধিকারী এই সিবিআই তলব প্রসঙ্গে বলেন, “এনামুল আর অনুব্রত তো বন্ধু। এত দেরী করে ডাকছে কেন? ডাকলে হবে না। ঢোকাতে হবে ভিতরে। এনামুলের সঙ্গে অনুব্রত মণ্ডল একেবারে যৌথ ব্যবসা করেছে। রাইস মিলের ব্যবসা এবং গরু পাচারের ব্যবসা। দু’টোর সঙ্গেই অনুব্রত মণ্ডল যুক্ত। এটা তো সকলেই জানে।” এর আগে ভোট পরবর্তী হিংসা মামলায় সাক্ষী হিসাবেও অনুব্রত মণ্ডলকে তলব করেছিল সিবিআই। শারীরিক অসুস্থতার কারণে হাজির হননি তিনি। এসএসকেএমে ভর্তিও হন। যা নিয়ে শুভেন্দুর বক্তব্য ছিল, “সিবিআই-এর কাছে আবেদন করব ওনাকে দিল্লি এইমসে নিয়ে গিয়ে ভাল করে স্বাস্থ্য পরীক্ষা করাতে। এতটাই গুরুতর অসুস্থ এসএসকেএমে ওনার চিকিৎসা হবে না।”
‘এখানে অনেক জালি হিন্দু আছে’
এদিন উত্তর প্রদেশের অযোধ্যার সঙ্গে বাংলার তুলনা করে শুভেন্দু অধিকারী বলেন এখানে ‘জালি হিন্দু’ রয়েছে অনেকে। তাঁদের সংজ্ঞা কী, তার ব্যাখ্যা করতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “উত্তর প্রদেশে ভেজাল হিন্দু নেই। ৫০০ টাকায় বিক্রি হয় না। শ্রীকৃষ্ণের জন্মভূমি, শ্রীরামের জন্মভূমি। ওখানকার হিন্দুরা বিক্রি হয় না। এখানে তো কেউ কেউ , সবাই না! বেশিরভাগই আমাকে ভোট দিয়েছে। কিছু হিন্দু তো ৫০০ টাকার লোভে অন্য জায়গায় ভোট দিয়েছে। এখানে অনেক জালি হিন্দু থাকে।”
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা