Purbo Medinipur: কেমিস্ট্রি ল্যাবই সূত্রপাত, সংক্রমণের মতো ছড়িয়ে গেল গোটা কলেজ…ভয়াবহ ঘটনা বাংলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে

Purbo Medinipur: পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এগরা সারদা শশিভূষণ কলেজ। বৃহস্পতিবার সকাল প্রায় ৭টা নাগাদ কলেজের সায়েন্স বিল্ডিংয়ে আচমকা আগুন লেগে যায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই আগুনের সূত্রপাত হয়েছে কেমিস্ট্রি ল্যাবরেটরি থেকে।

Purbo Medinipur: কেমিস্ট্রি ল্যাবই সূত্রপাত, সংক্রমণের মতো ছড়িয়ে গেল গোটা কলেজ...ভয়াবহ ঘটনা বাংলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে
এলাকায় চাঞ্চল্যImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 26, 2025 | 11:58 AM

পূর্ব মেদিনীপুর: ল্যাবেই সূত্রপাত। আর মুহূর্তে তা ছড়িয়ে গেল সর্বত্র, প্রায় গ্রাস করল গোটা কলেজ।  এগরা সারদা শশিভূষণ কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কেমিস্ট্রি ল্যাব থেকে আগুনের সূত্রপাত।

পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এগরা সারদা শশিভূষণ কলেজ। বৃহস্পতিবার সকাল প্রায় ৭টা নাগাদ কলেজের সায়েন্স বিল্ডিংয়ে আচমকা আগুন লেগে যায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই আগুনের সূত্রপাত হয়েছে কেমিস্ট্রি ল্যাবরেটরি থেকে।

খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বিভাগের দুটি ইঞ্জিন। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে দীর্ঘক্ষণের প্রচেষ্টা সত্ত্বেও এখনও পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

সকালবেলা কলেজ খোলার আগে এই ঘটনা ঘটায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কেমিস্ট্রি ল্যাবের বহু মূল্যবান যন্ত্রপাতি ও কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র এই আগুনে পুড়ে গিয়েছে।

আগুনের তীব্রতা এতটাই বেশি যে গোটা সায়েন্স বিল্ডিং এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে কলেজ কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন ও দমকল বিভাগের তরফে একযোগে প্রচেষ্টা চালানো হচ্ছে।

আগুন লাগার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ বিভাগ। আপৎকালীন নিরাপত্তার কারণে কলেজ কর্তৃপক্ষ সায়েন্স বিল্ডিংটি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ঘটনায় কলেজ চত্বরে চরম উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।