
পূর্ব মেদিনীপুর: শিল্পতালুকে কর্তব্যে গাফিলতির অভিযোগে সরানো হল হলদিয়া মহকুমা হাসপাতালের সুপার ও অ্যাসিস্ট্যান্ট সুপারকে। দায়িত্ব দেওয়া হল ডেপুটি সিএমওএইচ-১ কে। হলদিয়া হাসপাতালের রোগি কল্যাণ সমিতির বৈঠক বড় সিদ্ধান্ত।
শিল্পতালুক হলদিয়া মহকুমা হাসপাতালের সুপার ও অ্যাসিস্ট্যান্ট সুপারের কাজে তীব্র অসন্তোষ ছিল দীর্ঘদিনের। শুক্রবার বৈঠকে বসেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায়, মহকুমা শাসক হলদিয়া-সহ জেলার অন্যান্য আধিকারিকরা। আর সেখানেই এই বড় সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।
সূত্রের খবর, গত কয়েকদিন আগে হলদিয়া মহকুমা রাতে পরিদর্শনে যান জেলা শাসক সহ আধিকারিকরা। আর ওখানেই শিল্পতালুকের হাসপাতালের জীর্ণ চেহারা ও অবস্থার কথা জানান রোগীরা। আর তাতেই বেজায় ক্ষুব্ধ হন জেলাশাসক। এদিনের রোগী কল্যাণ সমিতির বৈঠকে সেই বিষয় ওঠে আর তাতেই হলদিয়া হাসপাতালের সুপার সুভাষ মাহাত ও অ্যাসিস্ট্যান্ট সুপারের অর্ণব মুনিয়ানকে দায়িত্ব থেকে সরানো হয়েছে বলেই প্রশাসন সূত্রে খবর। দীর্ঘদিন নিজেদের কর্তব্য গাফিলতি করেছেন বলে অভিযোগ।
হাসপাতালের বিল্ডিং, টয়লেট পরিষ্কার-সহ একাধিক অভিযোগ এসেছে বলে জানা গিয়েছে। এই বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায় বলেন, “রোগী কল্যাণ সমিতির বৈঠক ছিল হলদিয়াতে। আর ওখানেই সুপার সহ ওদের কাজে উষ্মা প্রকাশ করা হয়েছে। কিন্তু দায়িত্ব থেকে সরানোর লিখিতভাবে নির্দেশটা স্বাস্থ্য ভবন থেকে আসবে। আর বর্তমান হাসপাতালের দায়িত্বে থাকছেন ডেপুটি সি এম ও এইচ-১ নারায়ণ মিদ্যা।”