Purbo Medinipur: রাতের ফাঁকা ট্রেনে আক্রান্ত শিক্ষক, কেড়ে নেওয়া হল ফোন

Kanishka Maity | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 07, 2025 | 10:18 PM

Purbo Medinipur: ওই শিক্ষকের সাঁতরাগাছি স্টেশনের নামার কথা ছিল। কিন্তু চলন্ত ট্রেন থেকে তাঁকে নামতে দেওয়া হয়নি বলেও অভিযোগ। দুষ্কৃতীদের মারে মাথায় গুরুতর চোট পান ওই শিক্ষক। তাঁকে প্রচুর মারধর করা হয়েছে।

Purbo Medinipur: রাতের ফাঁকা ট্রেনে আক্রান্ত শিক্ষক, কেড়ে নেওয়া হল ফোন
শিক্ষকের ওপর হামলা
Image Credit source: TV9 Bangla

Follow Us

পূর্ব মেদিনীপুর: রাতের ট্রেনে আক্রান্ত প্রধান শিক্ষক। আক্রান্ত পূর্ব মেদিনীপুরের ময়নার চংরাচক জগদীশ স্মৃতি বিদ্যাপীঠের বাংলা বিষয়ের শিক্ষক নন্দ মুমু। জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ লোকালে বাড়ি ফিরছিলেন তিনি। সে সময়ে তাঁর অভিযোগ দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। তাঁর ফোনও কেড়ে নেওয়ার চেষ্টা হয়।

জানা গিয়েছে, ওই শিক্ষকের সাঁতরাগাছি স্টেশনের নামার কথা ছিল। কিন্তু চলন্ত ট্রেন থেকে তাঁকে নামতে দেওয়া হয়নি বলেও অভিযোগ। দুষ্কৃতীদের মারে মাথায় গুরুতর চোট পান ওই শিক্ষক। তাঁকে প্রচুর মারধর করা হয়েছে।  ওই শিক্ষক বর্তমানে তিনি উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি রয়েছেন।

ওই শিক্ষক জানাচ্ছেন, মাঝের একটি স্টেশন থেকে ওই দুষ্কৃতীরা ট্রেনে ওঠে। ট্রেন ফাঁকাই ছিল। অতর্কিতে হামলা চালায় তারা। শিক্ষকের গন্তব্য স্টেশন সাঁতরাগাছি হলেও তাঁকে সেই স্টেশনে নামতে দেওয়া হয়নি বলে অভিযোগ। পরে তিনি উলুবেড়িয়া স্টেশনে নামেন। মাথায় গুরুতর চোট নিয়ে রাত ১২:৩০ নাগাদ বাড়ি ফেরেন। ওই কামরায় ৪ থেকে ৫ জন যাত্রী থাকা সত্ত্বেও, তাঁরা ভয়ে কিছু বলেননি বলে শিক্ষক জানাচ্ছেন। বিষয়টি পুলিশকে জানিয়েছেন তিনি।

Next Article