Purbo Medinipur: ভুয়ো পরিচয় দিয়ে এসপি ডিআই-কে মেসেজ! গ্রেফতার স্নাতকোত্তর যুবক

Kanishka Maity | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 12, 2025 | 7:44 PM

Purbo Medinipur: ওইদিন সন্ধ্যাতেই বাড়ি থেকে ওই ভুয়ো আধিকারিক সন্দেহে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় পরে সুতাহাটা থানার পুলিশ। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।  কথায় অসঙ্গতি থাকায় তাঁকে গ্রেফতার করে পুলিশ। 

Purbo Medinipur: ভুয়ো পরিচয় দিয়ে এসপি ডিআই-কে মেসেজ! গ্রেফতার স্নাতকোত্তর যুবক
ধৃত ব্যক্তি
Image Credit source: TV9 Bangla

Follow Us

পূর্ব মেদিনীপুর: বিশিষ্ট বিজেপি নেতাদের সঙ্গে ছবি! হলদিয়ার সুতাহাটায় লোকসভার সচিব পরিচয় ভাড়ানোর অভিযোগে গ্রেফতার এক ব্যাক্তি। ১২দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিল হলদিয়া আদালত।

পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া নীল বাতি লাগানো গাড়ি চেপে লোকসভার সচিবালয়ের যুগ্ম সচিব পরিচয় দিয়ে ঘুরে বেড়ানো এক ব্যক্তিকে গ্রেফতার করেছে হলদিয়া সুতাহাটা থানার পুলিশ। সূত্রে জানা গিয়েছে, চৈতন্যপুর বাসিন্দা প্রদীপ্ত রাজ পন্ডিত বাণিজ্য বিভাগে স্নাতক। প্রদীপ্তের বাড়িতে মঙ্গলবার পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্টরা।

ওইদিন সন্ধ্যাতেই বাড়ি থেকে ওই ভুয়ো আধিকারিক সন্দেহে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় পরে সুতাহাটা থানার পুলিশ। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।  কথায় অসঙ্গতি থাকায় তাঁকে গ্রেফতার করে পুলিশ।  ধৃতকে হলদিয়া মহকুমার আদালতে পেশ করা হলে সমস্ত তথ্য ও সওয়াল জবাবের পর বিচারক ১২ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েেছে।

সরকারি আইনজীবী বি কে রাম বলেন, “অভিযোগ হচ্ছে, সংসদে জয়েন্ট সেক্রেটারি পরিচয় দিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। এক জন অফিসারের ভুয়ো সইও করেছেন। আই কার্ডগুলো ভুয়ো। এসপি ডিআইকে ভুয়ো পরিচয় দিয়ে মেসেজও করে।”

আসামী পক্ষের আইনজীবী গোপাল দাস বলেন, “২০১৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত অধীর চৌধুরী যখন রেলমন্ত্রী ছিলেন, তাঁর পিএ ছিলেন। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত সাংসদ অধীর চৌধুরীর প্রাইভেট সেক্রেটারি ছিলেন। ২০১৯ সালের পর অধীরবাবুর সিনিয়র প্রাইভেট সেক্রেটারি ছিলেন। এরকম একজন ব্যক্তি উনি। আমি নিশ্চিত, সঠিক বিচার হবে।”

Next Article