Purbo Medinipur: কোনও নোটিস ছাড়াই ব্যাঙ্কে পড়ল তালা, সাতসকালে অফিসে এসে হতভম্ব কর্মীরা

Purbo Medinipur: বার বার ব্যাঙ্ক ম্যানেজারকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। তাই এদিন বাধ্য হয়ে ব্যাঙ্কে তালা লাগিয়েছেন তিনি। ২০২০ সালের পর থেকে নতুন করে ব্যাঙ্ক কোনও চুক্তিও করেনি। এদিন ব্যাঙ্কের সামনে গ্রাহক এসে ভিড় করে।

Purbo Medinipur: কোনও নোটিস ছাড়াই ব্যাঙ্কে পড়ল তালা, সাতসকালে অফিসে এসে হতভম্ব কর্মীরা
ব্যাঙ্কের গেটে পড়ল তালাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 24, 2024 | 10:00 AM

পূর্ব মেদিনীপুর: দীর্ঘদিন ধরে বাকি ব্যাঙ্কের ঘরভাড়া বার বার ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। বাধ্য হয়ে ব্যাঙ্কের গেটে তালা ঝুলিয়ে দিল ঘর মালিক।
ঘটনাটি ঘটেছে শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বালিঘাইতে। দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে ওই জায়গায় ভাড়া নিয়ে চলত ইন্ডিয়ান ব্যাঙ্ক। জায়গার মালিক চিদানন্দ পাত্র জানিয়েছেন, ২০২০ সালে ৩১ অগাস্ট থেকে ৩ বছর ৭ মাস ব্যাঙ্ক থেকে ভাড়া পাননি।

বার বার ব্যাঙ্ক ম্যানেজারকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। তাই এদিন বাধ্য হয়ে ব্যাঙ্কে তালা লাগিয়েছেন তিনি। ২০২০ সালের পর থেকে নতুন করে ব্যাঙ্ক কোনও চুক্তিও করেনি। এদিন ব্যাঙ্কের সামনে গ্রাহক এসে ভিড় করে। ব্যাঙ্ক পরিষেবা বন্ধ হওয়ায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।

তবে এবিষয়ে ব্যাঙ্ক ম্যানেজারের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ এসে ঘটনাস্থলে গিয়ে পৌঁছয়। পুলিশি মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার খবর যায় এগরা থানায় পুলিশ এসে ব্যাঙ্কের প্রবেশদ্বার খুলে দেয়। আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলেই জানা যাচ্ছে।