পূর্ব মেদিনীপুর: পুজোতেও গেল না বাদ। তৃণমূল কংগ্রেসের পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ। ঘটনাকে ঘিরে উত্তেজনা খেজুরিতে। লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে খেজুরি থানায়। তৃণমূলের পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে খেজুরির একটি পুজো কমিটির বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে ওই পুজো কমিটি।
খেজুরি দু’নম্বর ব্লকের কুঞ্জপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি সর্বজনীন দুর্গাপুজো প্রাঙ্গনের পাশেই কয়েকটি জায়গায় তৃণমূলের পতাকা লাগানো ছিল। অভিযোগ, কমিটির কর্মকর্তারা রাস্তার উপরে লাগানো তৃণমূল কংগ্রেসের পতাকা ছিঁড়ে ফেলেন। খেজুরি দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল কুমার মিশ্র এ বিষয়ে খেজুরি থানাতে একটি অভিযোগও দায়ের করেছেন। যদিও ক্লাব কমিটির কেউ এ বিষয়ে কোনও কথা বলতে রাজি হননি।
তৃণমূল নেতৃত্বের আরও অভিযোগ, পুজো কমিটির সদস্যদের বেশিরভাগই বিজেপির সমর্থক। তাই এই কাণ্ড ঘটিয়েছেন। বিষয়টি নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। পাল্টা কাঁথি সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্ব অসীম মিশ্র তীব্র কটাক্ষ করেছেন। তাঁর বক্তব্য, একটা ঘটনা ঘটেছে। পুজোর মধ্যে সেটাকেও রাজনীতির রঙ চড়ানো হচ্ছে। পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে বিষয়টি মিটিয়ে নেওয়া যেত। তা না করে উৎসবের দিনে এসব করার কোনও মানে নেই। ইতিমধ্যে ওই পতাকা ছেঁড়ার ভিডিও ভাইরাল হয়েছে।