
পূর্ব মেদিনীপুর: টোটোর সঙ্গে ধাক্কা! দিঘায় যাওয়ার পথে নয়ানজুলিতে পড়ে গেল পর্যটকদের গাড়ি। আহত হয়েছেন টোটোর চালক, দুই মহিলা ও এক শিশু। শুত্রুবার বিকাল ৫টা নাগাদ দিঘা নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে নন্দকুমারের শীতলপুর এলাকায় দুর্ঘটনা ঘটে।
নন্দকুমার থানার শীতলপুর ও বনভেড়া এলাকায় নন্দকুমারমুখী একটি টোটো এবং একটি পর্যটকদের গাড়ির মধ্যে ধাক্কা লাগে। রাস্তার পাশে নয়নজুলিতে পড়ে যায়। দিঘার দিকে যাচ্ছিল একটি বাস, অপরদিক থেকে আসছিল পর্যটক ভর্তি একটি প্রাইভেট গাড়ি ও টোটো। বাসকে পাশ কাটিয়ে বেরোতে গেলেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন টোটোর চালক। টোটোও নয়নজুলিতে পড়ে যায়। আর এই ঘটনার জেরে টোটোর চালক, দুই মহিলা ও এক শিশু আহত হন। তাঁদের উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা তমলুক মেডিক্যাল কলেজে নিয়ে যায়।
দুর্ঘটনার পর টোটো ও প্রাইভেট গাড়ি, দুটোই জলে পড়ে রয়েছে। পাশাপাশি জাতীয় সড়কে তিন চাকার টোটো ও অটো চলাচল নিয়ে সরকারি নিষেধাজ্ঞা জারি রয়েছে। কিন্তু তা বুড়ো আঙুল দেখিয়েও দেদার চলে টোটো।