
পুরী: পুরীর মন্দিরের উপরে ড্রোন! পুরীর মন্দিরের অন্দরে কী ঘটছে,সামাজিক মাধ্যমে সেই ভিডিয়ো সামনে এসেছে। যা নিয়ে শোরগোল পড়েছে। ঘটনার তদন্তে পুরী পুলিশ প্রশাসন। সামনেই রথযাত্রা তার আগেই প্রশ্ন নিরাপত্তা নিয়ে।
পুরীর জগন্নাথ দেবের মন্দিরে ড্রোনের মাধ্যমে ভিডিয়ো করে সামাজিক মাধ্যমে পোস্ট ঘিরে শোরগোল পড়েছে। পুরীর মন্দিরে একাধিক নিয়ম রয়েছে। দেব মন্দিরের অন্দরে ক্যামেরা নিয়ে যাওয়া মানা রয়েছে। তাই অন্দরের দৃশ্য কোনওভাবেই বাইরে আসে না। কিন্তু কার্যত সেই বেড়াজাল ভাঙল বলেই মনে করা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান যে, মন্দিরেরই কেউ যুক্ত রয়েছে এই কাণ্ডের সঙ্গে, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
জগন্নাথ মন্দিরের ভেতরের দৃশ্যের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর পুরী পুলিশের তরফে মামলা দায়ের করা হয়েছে সিংহদ্বার থানায়। পুরীর পুলিশ সূত্রে খবর, নজরদারি এড়িয়ে কীভাবে ড্রোন উড়ল, সেটাই তদন্তের বিষয়। সেই সময় কারা কারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তাও দেখা হবে। এই ঘটনার সঙ্গে মন্দিরের কেউ জড়িত কিনা, তাও দেখা হচ্ছে।
কয়েকদিন আগেই সামাজিক মাধ্যমে পুরী মন্দিরের ধ্বজা বদল করার ভিডিয়ো আপলোড করা হয়। আর আপলোড হওয়ার পরই দ্রুত ছড়িয়ে পড়ে। আবারও ড্রোন ওড়ানোয় স্বাভাবিকভাবেই বিতর্ক দানা বেঁধেছে।