Rachana Banerjee: সরকারি স্টিকার লাগানো ‘ইন্সিওরেন্স ফেল’ গাড়ি নিয়ে হাজির রচনা, তুমুল বিতর্ক

Kanishka Maity | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 12, 2023 | 11:12 AM

Rachana Banerjee: রবিবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার আলেয়া ক্লাবে শ্যামা পুজোর অনুষ্ঠানে গিয়েছিলেন রচনা। তবে তাঁর দু'টি গাড়ি নিয়েই তৈরি হল বিতর্ক। 'গর্ভমেন্ট অফ ইন্ডিয়ার' স্টিকার লাগানো গাড়ি নিয়ে অনুষ্ঠান করতে আসেন তিনি।

Rachana Banerjee: সরকারি স্টিকার লাগানো ইন্সিওরেন্স ফেল গাড়ি নিয়ে হাজির রচনা, তুমুল বিতর্ক
রচনা বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী
Image Credit source: Tv9 Bangla

Follow Us

নন্দকুমার: কালী পুজোর অনুষ্ঠানে গিয়ে বিতর্কের মুখে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। সরকারি স্টিকার লাগানো গাড়ি তিনি কীভাবে ব্যবহার করলেন ? প্রশ্নের মুখে পড়তে হল অভিনেত্রীকে। যদিও, নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ‘দিদি নম্বর ওয়ান’ খ্যাত অভিনেত্রী।

রবিবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার আলেয়া ক্লাবে শ্যামা পুজোর অনুষ্ঠানে গিয়েছিলেন রচনা। তবে তাঁর দু’টি গাড়ি নিয়েই তৈরি হল বিতর্ক। ‘গর্ভমেন্ট অফ ইন্ডিয়ার’ স্টিকার লাগানো গাড়ি নিয়ে অনুষ্ঠান করতে আসেন তিনি। এমন স্টিকার লাগানো গাড়ি কেন ব্যবহার করেছেন অভিনেত্রী? উঠেছে প্রশ্ন। কোনও পদে না থাকা সত্বেও কীভাবে এই গাড়ি পেলেন রচনা বন্দ্যোপাধ্যায়?

যদিও, অভিনেত্রীর বক্তব্য, “আমি জানিনা। উদ্যোগতারা যে গাড়ি পাঠিয়েছে সেই গাড়িতে এসেছি।” তবে রচনার কথা আবার উড়িয়ে দিয়েছেন পুজো উদ্যোক্তারা। ক্লাবের সম্পাদক বিশ্বজিৎ দত্ত বলেন, “আমরা কোনও গাড়ি দিইনি। উনি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছেন। উনি নিজেই গাড়ি নিয়ে এসেছেন।” এ দিকে, রচনা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নেওয়ার পরই সেই স্টিকার খুলে নেন চালক।

পাশাপাশি অভিযোগ উঠেছে রচনা বন্দ্যোপাধ্যায় যে গাড়িটি ব্যবহার করেছেন সেটিরও ইন্সিয়োরেন্স ফেল রয়েছে।

Next Article