
রামনগর: বিগত কয়েক মাসে কলকাতার পাশাপাশি একাধিক জেলাতেও লাগাতার এটিএম জালিয়াতির খবর সামনে এসেছে। এবার একরাতে মাত্র ১০ মিনিটের ‘অপারেশনে’ পূর্ব মেদিনীপুরের রামনগরের এটিএম সাফ করল লুটেরার দল। চাঞ্চল্যকর ঘটনা রামনগরের বালিসাই বাজার এলাকায়।
১১৬বি জাতীয় সড়কের পাশে রামনগর ২ ব্লকের বিডিও অফিসে যাওয়ার রাস্তার মুখেই ঘটে এই ঘটনা ঘটেছে। এখানেই রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি এটিএম। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ এই এলাকায় আসে দুষ্কতীরা। সঙ্গে ছিল একটা চারচাকা। এটিএমে ঢোকার আগে সামনে থাকা সিসিটিভিতে স্প্রে দিয়ে রঙ করে দেয়। পরে গ্যাস কাটার দিয়ে কেটে ফেলা হয় এটিএম মেশিন। যা টাকা ছিল সবটাই নিয়ে চম্পট দেয়।
খবর পেয়ে সকালে ওই এটিএমে আসে রামনগর থানার পুলিশ। আপাতত বন্ধ রয়েছে ওই এটিএম। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার লোকজনদেরও। অন্যদিকে একই রাতে দেউলটির কাছে আরও একটি এটিএমে ডাকাতির ঘটনা ঘটে। সেখান থেকেও টাকা লুট করে পালায় দুষ্কৃতীরা। তবে মোট কত টাকা দুষ্কৃতীদের হাতে চলে গিয়েছে তা জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ।