School: ভোর ছ’টায় হঠাৎ ফোন শিক্ষিকাকে, শুধু বললেন ‘কী’, তারপরই ছুট স্কুলে

School: শুক্রবার ভোরবেলা এলাকাবাসী দেখতে পান সাউদখালী ভজোহরি বোর্ড প্রাথমিক বিদ্যালয় ও স্কুল লাগোয়া আইসিডিএস কেন্দ্রের দরজার তালা ভাঙা। গ্রামের লোকজন ভিতরে ঢুকে দেখেন চাল ও অনান্য জিনিসপত্র চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা। স্কুলে চুরি হয়েছে বুঝতে পেরেই দুই স্কুলেরই শিক্ষক শিক্ষাকাদের খবর দেন স্থানীয় বাসিন্দারা।

School: ভোর ছটায় হঠাৎ ফোন শিক্ষিকাকে, শুধু বললেন কী, তারপরই ছুট স্কুলে
স্কুলে চুরি Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 01, 2023 | 3:33 PM

নন্দীগ্রাম: স্কুলের দরজায় ঝুলছে তালা। তারপরও নাকি চুরি। দরজার তালা ভেঙে নন্দীগ্রামের সাউদখালীর দুটি স্কুলে ৩৫০ কেজি চাল ও অন্যান্য জিনিসপত্র নিয়ে পালিয়ে গেল চোর। যার জেরে জোর চাঞ্চল্য নন্দীগ্রামে।

শুক্রবার ভোরবেলা এলাকাবাসী দেখতে পান সাউদখালী ভজোহরি বোর্ড প্রাথমিক বিদ্যালয় ও স্কুল লাগোয়া আইসিডিএস কেন্দ্রের দরজার তালা ভাঙা। গ্রামের লোকজন ভিতরে ঢুকে দেখেন চাল ও অনান্য জিনিসপত্র চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা। স্কুলে চুরি হয়েছে বুঝতে পেরেই দুই স্কুলেরই শিক্ষক শিক্ষাকাদের খবর দেন স্থানীয় বাসিন্দারা।

এই ঘটনায় প্রাথমিক স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক রূপম মণ্ডল বলেন, “রাত্রিবেলা স্কুলের দরজার তালা ভেঙে দুস্কৃতীরা মিডডে মিলের জন্য রাখা ৩৫০ কেজি চাল ও অনান্য জিনিসপত্র চুরি করে পালিয়েছে। গ্রামবাসীরাই আমাদের জানিয়েছেন। পুলিশকে সবটাই জানিয়েছি।” আইসিডিএস কেন্দ্রের শিক্ষিকা সীমা জানা পড়ুয়া বলেন, “সকাল সাড়ে ছ’টা নাগাদ ফোন আসে। শুনতে পাই চুরি হয়েছে। এসে দেখি দরজা খোলা। ভিতর থেকে প্রায় আইশো কেজি চাল, পঞ্চাশ কেজির ডাল রান্নার জন্য রাখা পাঁচ লিটার তেল চুরি হয়েছে। পুলিশে অভিযোগ জানানো হয়েছে।”