Calcutta HC: পটাশপুরে সৌমেন্দুর রোড শোয়ের আগে বোমাবাজি, এনআইএ তদন্ত চেয়ে গেলেন হাইকোর্টে

Shrabanti Saha | Edited By: সায়নী জোয়ারদার

May 13, 2024 | 12:17 PM

Patashpur: পটাশপুরে গত ১১ তারিখ বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর রোড শো ছিল। সেখানে যাওয়ার আগেই বোমা ছোড়া হয় বলে অভিযোগ তোলেন কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু। তাঁর বক্তব্য ছিল, তৃণমূল ভয় পেয়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। ভোটের আগে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে।

Calcutta HC: পটাশপুরে সৌমেন্দুর রোড শোয়ের আগে বোমাবাজি, এনআইএ তদন্ত চেয়ে গেলেন হাইকোর্টে
কলকাতা হাইকোর্ট।
Image Credit source: TV9 Bangla

Follow Us

পূর্ব মেদিনীপুর: পটাশপুর থানার ভগবানপুরে বোমাবাজির ঘটনা ঘটেছিল গত ১১ মে। সেই ঘটনায় এনআইএ তদন্তের দাবি তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন সৌমেন্দু অধিকারী। পটাশপুরে বোমাবাজিতে পুলিশি অতি সক্রিয়তার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন সৌমেন্দু। তাঁর আর্জি তদন্ত এনআইএকে হস্তান্তর করা হোক। এই আবেদন জানিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত।

পটাশপুরে গত ১১ তারিখ বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর রোড শো ছিল। সেখানে যাওয়ার আগেই বোমা ছোড়া হয় বলে অভিযোগ তোলেন কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু। তাঁর বক্তব্য ছিল, তৃণমূল ভয় পেয়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। ভোটের আগে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে।

সৌমেন্দুর আইনজীবীর বক্তব্য, শাসকদলের তরফে বোমা ছোড়া হয় মিছিলের দিকে। মামলাকারীর বক্তব্য, এই ঘটনায় অতি সক্রিয়তা দেখাচ্ছে পুলিশ। এনআইএ এই ঘটনার তদন্ত করুক বলে আর্জি মামলাকারীর। ১৭ মে শুনানির সম্ভাবনা।

Next Article