Purbo Medinipur: বিক্ষুব্ধদের মান ভঞ্জনের প্রয়াস, অসন্তোষের মাঝেই এগরায় তৃণমূলের বৈঠক ঘিরে জল্পনা
Purbo Medinipur: দলের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে রাজ্য নেতৃত্বের তরফে স্বপন নায়ককে আগেই পুরপ্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছিল। অভিযোগ, দলের সেই নির্দেশ তিনি মানেননি। এই টানাপড়েনের মাঝেই পরবর্তীকালে তিনি গ্রেফতার হন। একদিকে দলের ইস্তফার নির্দেশ অমান্য করা এবং অন্যদিকে গ্রেফতারি-এই জোড়া ঘটনায় দলের অন্দরে তীব্র অস্বস্তি তৈরি হয়।

পূর্ব মেদিনীপুর: বিক্ষুব্ধদের মান ভঞ্জনে এগরা টাউন তৃণমূল সভাপতি-সহ নেতৃতরা! অসন্তোষের মাঝেই এগরায় তৃণমূলের বৈঠক ঘিরে জল্পনা। এগরার পুরপ্রধান স্বপন নায়কের ইস্তফা ও গ্রেফতারি ঘিরে তৈরি হওয়া চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি চলছে এগরা জুড়ে। এর মাঝেই এগরাতে একাধিক ওয়ার্ড কমিটির সদস্যরা পদত্যাগ করেছে পদ থেকে। সাংগঠনিকভাবে অত্যন্ত অস্বস্তিকর সময়ের মধ্যে দাঁড়িয়ে ‘উন্নয়নের পাঁচালি’, ‘এসআইআর’ এবং ‘পাড়ায় সমাধান’-এর মতো জনসংযোগমূলক কর্মসূচিগুলিকে সামনে রেখে আয়োজিত এই আলোচনা সভা করে এগরা শহর তৃণমূল। যা নিয়ে জোর চর্চা শুরু রাজনৈতিক মহলে ।
এই বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক তরুণ মাইতি, সদ্য নিযুক্ত কো-অর্ডিনেটর তথা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ জানা, শহর তৃণমূল সভাপতি তথা কাউন্সিলর জয়ন্ত সাহু, গৌতম বেরা, কবিতা প্রধান সহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও শাখা সংগঠনের নেতৃত্বরা। এদিনের বৈঠকে সবথেকে তাৎপর্যপূর্ণ ঘটনা ছিল প্রাক্তন পুরপ্রধান তপনকান্তি কর-সহ সেই সব নেতাদের উপস্থিতি, যাঁরা সাম্প্রতিক ডামাডোলে কিছুটা বিদ্রোহী অবস্থান নিয়েছিলেন।
দলীয় সূত্রে খবর, দলের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে রাজ্য নেতৃত্বের তরফে স্বপন নায়ককে আগেই পুরপ্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছিল। অভিযোগ, দলের সেই নির্দেশ তিনি মানেননি। এই টানাপড়েনের মাঝেই পরবর্তীকালে তিনি গ্রেফতার হন। একদিকে দলের ইস্তফার নির্দেশ অমান্য করা এবং অন্যদিকে গ্রেফতারি-এই জোড়া ঘটনায় দলের অন্দরে তীব্র অস্বস্তি তৈরি হয়। গ্রেফতারের প্রতিবাদে শহরের নাগরিকদের একাংশ যেমন রাস্তায় নেমেছিলেন, তেমনই শহর তৃণমূলের পদাধিকারীদের একাংশ পুরপ্রধানের সমর্থনে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে সাংবাদিক সম্মেলন পর্যন্ত করেছিলেন।
বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বের নজরেও আনা হয়েছিল। এই বিক্ষুব্ধ অংশের অন্যতম মুখ ছিলেন প্রাক্তন পুরপ্রধান তপন কর। দলের অভ্যন্তরে যখন এমন আড়াআড়ি বিভাজন এবং প্রশাসনের শীর্ষ কর্তার দলীয় নির্দেশ অমান্য করার মতো গুরুতর বিশৃঙ্খলা চলছে, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে বিধায়ক ও কো-অর্ডিনেটরের উপস্থিতিতে সব পক্ষকে নিয়ে বৈঠক করাটা আদপে ড্যামেজ কন্ট্রোলেরই প্রচেষ্টা বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও সমগ্র বিষয়টিকে তীব্র কটাক্ষ করেছেন বিরোধী দল বিজেপি। মেদিনীপুর সাংগঠনিক জেলা কমিটির সদস্য তন্ময় হাজরা।
