Digha: সৈকতে আচমকা রহস্যজনক ‘গুড়ুম গুড়ুম’ শব্দ, দিঘায় ভয়ঙ্কর কোনও বিপদ?

Kanishka Maity | Edited By: জয়দীপ দাস

Feb 02, 2024 | 9:29 PM

Digha: কেউ বলতে থাকেন, ওড়িশার চাঁদিপুর থেকে রকেট উৎক্ষেপণ হয়েছে তাই এই শব্দ। পরে আবার খবর আশে পশ্চিম মেদিনীপুর জেলায় ONGC মাটির নীচে ব্লাস্ট করছে। অনেকে আবার বলে বসেন ফের খাদিকুলের মতো বিস্ফোরণ হয়েছে মারিসদা থানার অন্তর্গত এলাকায়।

Digha: সৈকতে আচমকা রহস্যজনক গুড়ুম গুড়ুম শব্দ, দিঘায় ভয়ঙ্কর কোনও বিপদ?
দিঘার সৈকতে শোরগোল
Image Credit source: TV-9 Bangla

Follow Us

দিঘা: দিঘায় আচমকা গুড়ুম গুড়ুম শব্দ। যা নিয়েই দিনভর শোরগোল সৈকতে। শুক্রবার ৩টে নাগাদ প্রথম শোনা যায় শব্দটা। কেউ কেউ বলছেন আসল সময় ২টো ৫৬। আচমকা শোনা যায় একটা বিকট শব্দ। চর্চা শুরু হয়ে যায় দিঘার উপকূলে। পর্যটকদের কারও মুখে কৌতূহল, কারও মুখে বিস্ময়, কেউ আবার ভীত-শঙ্কিত। কেউ কেউ বলেন এত বিস্ফোরণের শব্দ। কেউ বলছেন না না অন্য কিছু। শব্দের উৎস সন্ধানে নেমে পড়েছেন সকলেই। কিন্তু, উত্তর নেই কারও কাছেই। 

এদিকে ততক্ষণে নানা জল্পনা ছড়াতে শুরু করেছে। কেউ বলতে থাকেন, ওড়িশার চাঁদিপুর থেকে রকেট উৎক্ষেপণ হয়েছে তাই এই শব্দ। পরে আবার খবর আশে  পশ্চিম মেদিনীপুর জেলায় ONGC মাটির নীচে ব্লাস্ট করছে। অনেকে আবার বলে বসেন ফের খাদিকুলের মতো বিস্ফোরণ হয়েছে মারিসদা থানার অন্তর্গত এলাকায়। যদিও প্রশাসনের তরফে কোস্টগার্ড ও প্রতিরক্ষা দফতরও ততক্ষণে কিছু জানায়নি।  বিকট শব্দের কথা স্বীকার করে নিলেও উৎস নিয়ে কোন তথ্য নেই বলে জানান জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য।

যদিও সূত্রের খবর, এটা কোনও বিস্ফোরণ নয়। আদপে তা ভারতীয় বায়ু সেনার সুপারসনিক জেটের আওয়াজ ৷ সাবসনিকের গতিতে ওড়ার পর সুপারসনিক গতি নেয় জেট ৷ তাতেই তৈরি হয় এই তীব্র শব্দ। কখনও কখনও শব্দের ১.৪ গুণ গতিতে যায় যুদ্ধবিমান ৷ সেই সময়েই সনিক বুম বা শব্দ তরঙ্গের সৃষ্টি হয়। যা মাটি থেতে কার্যত বজ্রপাতের মতো শুনতে লাগে। সমুদ্রের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় যার তীব্রতা আরও বাড়ে। 

Next Article