
পাঁশকুড়া: চিপসকাণ্ডে এবার সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। রবিবার মৃত কিশোর কৃষ্ণেন্দু দাসের মা সুমিত্রা দাস পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করেন। গত কয়েকদিনে একাধিকবার সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর দীক্ষিতের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। তাঁর কঠোর শাস্তি চেয়েছেন। এবার থানায় ওই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ জানালেন।
গত রবিবার শুভঙ্কর দীক্ষিতের দোকানে চিপস কিনতে গিয়েছিল সপ্তম শ্রেণির কৃষ্ণেন্দু। দোকানের সামনে একটি চিপসের প্যাকেট পড়েছিল। সেটাই সে কুড়িয়ে নিয়েছিল। কিন্তু, তাকে চোর অপবাদ দিয়ে ওই সিভিক ভলান্টিয়ার মারধর করেন বলে অভিযোগ। কান ধরে ওঠবসও করায়। অভিযোগ, বাবা-মাকেও দোকানে ডেকে আনতে বলেছিলেন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। দোকানে ছেলেকে নিয়ে গিয়ে সামান্য শাসন করেছিলেন সুমিত্রা। চোর অপবাদ দেওয়ায় বাড়িতে কীটনাশক খায় কৃষ্ণেন্দু। কিন্তু, নিজের খাতায় সে লিখে রেখে যায় যে, সে চুরি করেনি। চিপসের প্যাকেটটি কুড়িয়ে পেয়েছিল। পরে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর দেখা যায়, দোকানের সামনে পড়েছিল চিপসের প্যাকেটটি। সেটাই কুড়িয়ে নিয়েছিল কৃষ্ণেন্দু।
গত বৃহস্পতিবার ছেলের মৃত্যুর পর একাধিকবার শুভঙ্করের বিরুদ্ধে সরব হয়েছেন কৃষ্ণেন্দুর মা। কিন্তু, তখনও থানায় অভিযোগ দায়ের করেননি। এই নিয়ে প্রশ্ন উঠলে নিজেদের মানসিক অবস্থার কথা জানিয়ে তিনি বলেছিলেন, শুভঙ্করের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন। এদিন সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে পাঁশকুড়া থানায় তিনি অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে নাম রয়েছে ওই সিভিক ভলান্টিয়ারের ভাই দীপঙ্কর দীক্ষিত, স্ত্রী নিশা দীক্ষিত ও বাবা সূর্যকান্ত দীক্ষিতের। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন সুমিত্রা দাস। ঘটনার পর থেকে পলাতক শুভঙ্কর। অভিযোগ দায়েরের পর এখন পুলিশ তাঁকে কত দ্রুত গ্রেফতার করে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
গলায় চিপসের প্যাকেট ঝুলিয়ে বিক্ষোভ বিজেপির
এদিন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের কঠোর শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ দেখান বিজেপির মহিলা কর্মী-সমর্থকরা। তাঁদের গলায় চিপসের প্যাকেট। হাতে বিজেপির পতাকা। কিশোরের মৃত্যু নিয়ে সরব হন বিজেপি কর্মী-সমর্থকরা। এদিকে, কিশোরের আত্মহত্যার ঘটনাটি পুলিশ ধামাচাপা দিতে চাইছে বলে এদিন সরব হন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিশোরের আত্মহত্যার ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানালেন।