কাঁথি: সরকারি মহিলা আধিকারিককে হুমকি দিয়ে মন্ত্রীত্ব খুইয়েছিলেন অখিল গিরি। আর এবার বিতর্ক বাড়ালেন তাঁর পুত্র সুপ্রকাশ গিরি। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে জল নেওয়া নিয়ে বিবাদের সূত্রপাত। গোরাচাঁদ পত্র নামে এক ব্যক্তিকে গালিগালাজ করার অভিযোগ ওঠে কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরির বিরুদ্ধে। সেই ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (সত্যতা যাচাই করেনি টিভি ৯ বাংলা)। পাল্টা তাঁর বক্তব্য, গোরাচাঁদ তাঁকে গালিগালাজ করেছেন। ইতিমধ্যে গোরাচাঁদের বিরুদ্ধে কাঁথি থানায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে।
জানা যাচ্ছে, কাঁথি পুরসভার দিঘা বাইপাস সংলগ্ন এলাকার ১৪ নম্বর ওয়ার্ডে সরকারি খাস জমিতে রয়েছে একটি জলাশয়। এক জনৈক ব্যক্তিকে সেই জলাশয় থেকে জল নেওয়ার অনুমতি দেয় কাঁথি পৌরসভা। কিন্তু ওই জমির পাশের জমির মালিক গোরাচাঁদ পত্রে জল নিতে বাধা দেয় বলে অভিযোগ। এই ঘটনা জানাজানি হতেই প্রথমে ওয়ার্ড কমিটি বাধাদানকারী ব্যক্তিকে বোঝাতে গেলে অভব্য আচরণ করে বলে জানা যাচ্ছে। সেই খবর পেয়ে কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি ১৪ ওয়ার্ডে যান। তাঁকে উদ্দেশ্য করেও গোরাচাঁদ কটু মন্তব্য করেন বলে দাবি সুপ্রকাশের। এরপরই চেয়ারম্যানকে দেখা যায় গোরাচাঁদকে গালিগালাজ করতে।
ভিডিয়োয় সুপ্রকাশকে বলতে শোনা যায়,”এই আঙুল তুলে কথা…ঠাঁটিয়ে মারব চড়। এই একে তুলে নিয়ে চল তো…। এক্ষুনি ওর নামে চিঠি পাঠাও…। কোর্ট কেসে যাও…। বেরো এখান থেকে…। রড দিয়ে মাথা ফাটিয়ে দেব…। পুরসভার জমি বেরো এখান থেকে…। বেরো…।’ পাল্টা ওই ব্যক্তি বলেন, ‘এটা আপনারও জায়গা নয়…আপনি দাঁড়াতে পারলে আমিও পারি…।”
সুপ্রকাশ গিরি এই বিষয়ে টিভি ৯ বাংলায় জানান, “উনি সরকারি জমি দখল করে ছিলেন। আমি যখন যাই ওই ব্য়ক্তি কটুক্তি করে আমায়। আমি যখন বলি সরকারি জমি তুমি থাকতে পারবে। তারপর আমায় হেনস্থা করে। আমি তাঁকে জবর দখল থেকে সরিয়ে দিই।”