Suvendu Adhikari: ‘বাংলায় এই সরকার ‘২৬ সাল পর্যন্ত চলবে না’, বিধানসভায় বিজয়োৎসবের ঘোষণা শুভেন্দুর

Suvendu Adhikari: তিন রাজ্যে মোদী-ঝড়ে উচ্ছ্বসিত শুভেন্দু অধিকারী। কার্যত মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস। চার রাজ্যে ফল ঘোষণা হয়েছে এদিন। চারে তিন পেয়েছে বিজেপি! আর এই নির্বাচনের ফলে খুব শীঘ্র বাংলার মাটিতেও প্রভার ফেলবে বলে আরও এক বার চ্যালেঞ্জ ছুড়েছেন তিনি।

Suvendu Adhikari: বাংলায় এই সরকার ২৬ সাল পর্যন্ত চলবে না, বিধানসভায় বিজয়োৎসবের ঘোষণা শুভেন্দুর
শুভেন্দু অধিকারীImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Dec 03, 2023 | 6:37 PM

পূর্ব মেদিনীপুর: রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তীসগঢ়ে বিজেপির জয়ের আঁচ পেতেই বিধানসভায় বিজয়োৎসব পালনে কথা ঘোষণা করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার বীর বিপ্লবী শহিদ ক্ষুদিরাম বসুর জন্মজয়ন্তী উপলক্ষে কাঁথির একটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই কর্মসূচি শেষেই শুভেন্দু বলেন, “বিকাল থেকেই বিজেপি কর্মীরা উচ্ছ্বাস আনন্দ মিছিল করবে। মোদী মোদী আওয়াজ তুলবে।”  সোমবার বিধানসভাতেও বিজয় মিছিল হবে বলে ঘোষণা করেন তিনি।

শুভেন্দু বলেন, “ভারতীয় জনতা পার্টির বিধায়করা বিজয় মিছিল করবে, বিজয় উল্লাস পালন করবে। বিধানসভার বাইরে রাস্তায় লাড্ডু বিতরণ করবেন। আমাদের কর্মীরা রাস্তায় মিছিলে নামবেন।” রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শুভেন্দুর এই ঘোষণার ফলে বিধানসভার সঙ্গে তাঁর সংঘাত আরও বাড়ল। গত মঙ্গলবার বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে স্পিকার সাসপেন্ড করেছেন বিরোধী দলনেতাকে। এই পরিস্থিতিতে বিধানসভার লবির বাইরে বিজেপি বিধায়কদের বিজয়োৎসবে শামিল হওয়ায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও ভালভাবে নেবেন না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে তিন রাজ্যে মোদী-ঝড়ে কার্যত উচ্ছ্বসিত শুভেন্দু অধিকারী। কার্যত মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস। এদিন চার রাজ্যের ফল ঘোষণা করা হয়েছে। চারে তিন পেয়েছে বিজেপি! আর এই নির্বাচনের ফলে খুব শীঘ্র বাংলার মাটিতেও প্রভার ফেলবে বলে আরও এক বার চ্যালেঞ্জ ছুড়েছেন তিনি। শুভেন্দুর কথায়, “পশ্চিমবঙ্গে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, এই সরকার ২৬ সাল পর্যন্ত চলবে না। লোকসভাতে যে বিপুল ম্যান্ডেট আসছে, সরকার বিদায় হবে। হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে।” অর্থাৎ ‘২৬এর ‘থ্রেট’ আরও একবার দিয়ে রাখলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা।

শুভেন্দুর কথায়, “দেশ বিরোধীদের মুখে থাপ্পড় মেরেছে তিন রাজ্যের ভোটের ফল। জনগণের মধ্যে উৎসাহ রয়েছে। সর্বত্র মোদী আওয়াজ। বাংলা থেকে এবার ওদের সাফ করব। দেখবেন কী করব ওদের।”  ইন্ডিয়া জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে শোকসভা পালন করবেন বলেই কটাক্ষ করেছেন তিনি।