‘মেরুদণ্ডহীনদের নিয়ে মন্তব্য করব না,’ কাকে নিশানা করলেন শুভেন্দু?

সৈকত দাস |

Feb 16, 2021 | 11:12 PM

'শীত পড়লে পরিযায়ী পাখি আসে চিড়িয়াখানায়। আমি চেনা বামুন, আমার পৈতে লাগে না,’ মন্তব্য শুভেন্দুর

‘মেরুদণ্ডহীনদের নিয়ে মন্তব্য করব না,’ কাকে নিশানা করলেন শুভেন্দু?
নিজস্ব চিত্র

Follow Us

পূর্ব মেদিনীপুর: দল ছাড়ার পর কেটে গিয়েছে প্রায় দু’ মাস। তারপর প্রতিদিন পুরনো দলকে নিশানা করছেন বিজেপি নেতা শুভেন্দু অদিকারী (Suvendu Adhikari)। পাল্টা তাঁকেও ধারাবাহিকভাবে বিঁধছেন তৃণমূল নেতৃত্ব। এই প্রেক্ষিতে মঙ্গলবার রাজ্যের এক মন্ত্রীকে ‘মেরুদণ্ডহীন’ বলে কটাক্ষ ছুঁড়ে দিলেন নন্দীগ্রামের পদত্যাগী বিধায়ক।

মঙ্গলবার নন্দীগ্রামের মহেশপুরে শ্রীপঞ্চমী উপলক্ষে পুজোর উদ্বোধন এসে শুভেন্দুর মন্তব্য, ‘এখানে আমার শিকড় মাটির অনেক নীচ পর্যন্ত আছে।’ তারপর তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে নিশানা করে তিনি কটাক্ষ করেন শীত পড়লে পরিযায়ী পাখি আসে চিড়িয়াখানায়। আমি চেনা বামুন, আমার পৈতে লাগে না।’

সোমবার পূর্ব মেদিনীপুরেরই ভগবানপুরের জনসভা থেকে নাম না করে শুভেন্দু-সহ দলত্যাগী নেতাদের আক্রমণ শানিয়েছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তাঁর কটাক্ষ ছিল, ‘বিজেপির ভুলোর ডাকে আমাদের ক’জন গেছে, ওরা সবাই মুখ্যমন্ত্রী হবে।’ ওই একই মাঠেই কয়েকদিন আগে সভা করেন শুভেন্দু। ব্রাত্যর মন্তব্য প্রসঙ্গে এদিন শুভেন্দুর প্রতিক্রিয়া চাওয়া হলে তাঁর পাল্টা কটাক্ষ, ‘ওঁদের মেরুদণ্ড নেই। আর মেরুদণ্ডহীন মানুষদের নিয়ে কোনও মন্তব্য না করাই ভাল।’

আরও পড়ুন: সরস্বতী পুজো বাতিল হল নোটিস ছাড়াই, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

বিজেপির বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের অভিযোগ করেন ব্রাত্য বসুরা। তার প্রেক্ষিতে শুভেন্দুর পাল্টা মন্তব্য, ‘আমি সব ধর্মকে সম্মান করি। তবে সনাতন ধর্ম পালন করি।’ তিনি যোগ করেন, যাঁরা সনাতনের সেবক আছেন, যাঁরা চন্দন, ধুতি,কন্ঠি ব্যবহার করেন তাঁদের বলছি, এমন দিন আসছে এগুলো আর ব্যবহার করতে পারবেন না বাংলায়। এরপর এঁরা বাংলাদেশ বানিয়ে ফেলবে এ রাজ্যকে। রাজ্যের শাসক দলকে এভাবেই আক্রমণ করেন বিজেপি নেতা।

Next Article