
দিঘা : ওটা মন্দির নয়, কালচারাল সেন্টার তৈরি হচ্ছে। দিঘার জগন্নাথ মন্দির নিয়ে এই ভাষাতেই কটাক্ষ করলেন বিরোধী দবনেতা শুভেন্দু অধিকারী। এইভাবে মন্দির তৈরি করা যায় কি না, তা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন শুভেন্দু। শনিবার জগদ্ধাত্রী পূজার অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্য সরকারের মন্দির তৈরি উদ্যোগ নিয়ে কটাক্ষ করেছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো দিঘায় তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির। কাজও প্রায় শেষের পথে। সম্প্রতি মমতা জানিয়েছেন পুরীর আদলে তৈরি ওই মন্দির খুলে যেতে পারে আগামী এপ্রিল মাসেই। এই ঘোষণার পরই মন্দির নিয়ে প্রশ্ন তুললেন শুভেন্দু।
পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের খঞ্চির ‘খঞ্চি স্পোর্টস ও সোশ্যাল সার্ভিস’ ক্লাবের জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানের উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। সেখানেই জগন্নাথ মন্দির উদ্বোধন নিয়ে তীব্র কটাক্ষ করে তিনি বলেন, “এই সরকার ধংস হবে। যেমন পরিস্থিতি হয়েছে সাংসদ মহুয়া মৈত্রের। ধর্মীয় রীতি নীতি ও সংস্কৃতি যারাই ধ্বংস করার চেষ্টা করবে তারাই ধ্বংস হবে।” তাঁর দাবি, দিঘায় যা তৈরি হচ্ছে সেটি জগন্নাথ ধাম নয়, আসলে জগন্নাথ কালচারাল সেন্টার। যা রাজ্য সরকারের টাকায় তৈরি হচ্ছে।
এভাবে ধর্মীয় স্থান তৈরি করা যায় না বলেই মন্তব্য করেছেন তিনি। শুভেন্দু বলেন, “আমাদের রাম মন্দির হিন্দুদের টাকায় তৈরি হচ্ছে। ওখানে সরকার টাকা দিচ্ছে না। এই সরকার টাকা দিয়ে ধর্মীয় স্থান তৈরি করতে পারেন না।”
শুভেন্দুর এই বক্তব্যের জবাব দিয়েছেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। তিনি বলেন, শুভেন্দু ভুল ভাল বলছেন। জগন্নাথ আর বলরামকে মাতা বলে সম্বোধন করছেন। আর মন্দির মানুষের কথা ভেবেই দিঘায় তৈরি হচ্ছে। পাশাপাশি মায়াপুরের ইসকনের সঙ্গেও দিঘার এই জগন্নাথ ধামের তুলনা করেন মন্ত্রী।