Suvendu Adhikari: ‘রাজ্যপালের সঙ্গে সমঝোতার চেষ্টা’, শাসকদলকে আক্রমণ শুভেন্দুর

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Jan 18, 2023 | 7:59 PM

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমান রাজ্যপালের সঙ্গে সমঝোতা করার চেষ্টা চালাচ্ছেন বলেও অভিযোগ নন্দীগ্রামের বিধায়কের।

Suvendu Adhikari: রাজ্যপালের সঙ্গে সমঝোতার চেষ্টা, শাসকদলকে আক্রমণ শুভেন্দুর

Follow Us

এগরা: নবান্ন ও রাজভবনের ‘সমন্বয়’। বর্তমান রাজ্যপালের ভূমিকায় ‘খুশি’ রাজ্য সরকার। মঙ্গলবার রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠকের পর সেটাই বুঝিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গতকাল উপাচার্যদের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যপাল। ওই বৈঠকের পরই শিক্ষামন্ত্রী জানিয়ে দেন, বিরোধ নয়, সমন্বয়। রাজভবন-নবান্ন একসঙ্গে কাজ করবে বলে তিনি বার্তা দেন। আর ওই বার্তার ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যপালকে ‘সতর্ক থাকার’ অনুরোধ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য ও রাজ্যপালের সমন্বয় নিয়েও কটাক্ষ করেছেন। পূর্ব মেদিনীপুর জেলার এগরা বাসুদেবপুরে শ্যামহরিবাড়ে বিজেপি অঞ্চল কর্মী সম্মেলনে বুধবার উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে গিয়েই তিনি এ বিষয়টি তুলে ধরেছেন। বিজেপির ওই সভায় এ দিন উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সুদাম পণ্ডিত-সহ বিজেপি নেতৃত্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমান রাজ্যপালের সঙ্গে সমঝোতা করার চেষ্টা চালাচ্ছেন বলেও অভিযোগ নন্দীগ্রামের বিধায়কের।

রাজ্যপালের সঙ্গে সমঝোতার প্রসঙ্গে শুভেন্দু বলেছেন, “মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকেই সমঝোতা করার চেষ্টা করছেন। আগের রাজ্যপাল তথা বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আইন অমান্য করার জন্য রাজ্য সরকারকে চেপে ধরেছিল। তাতেই মুখ্যমন্ত্রীর অনেক অনৈতিক কাজ করার ক্ষেত্রে সমস্যা হয়েছে। এখন মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে মরিয়া চেষ্টা চালাচ্ছেন রাজ্যপালকে সমঝোতা করার জন্য।” পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় এখন ভারতের উপরাষ্ট্রপতি। তিনি যখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন তখন তৃণমূল সরকারের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে চর্চা হত বিস্তর। বিভিন্ন ব্যাপারে রাজ্য সরকারের সমালোচনা করতেন ধনখড়। দুর্নীতির বিষয়েও নিজের মতামত সংবাদমাধ্যমের কাছে নিয়মিত জানাতেন তিনি। কিন্তু ধনখড়ের তুলনায় রাজ্য সরকারে বিভিন্ন ইস্যুতে বর্তমান রাজ্যপাল নরম। তাতেই কিছুটা ‘হতাশ’ শুভেন্দু।

মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের বৈঠকের বিষয়টি নিয়েও মন্তব্য করেছেন শুভেন্দু। শুভেন্দুর দাবি, ধনখড়ের সঙ্গে খারাপ সম্পর্কের জেরে রাজ্যের বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে রাজ্যপালকে সরানোর তোড়জোড় শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু এই রাজ্যপালের সঙ্গে সম্পর্ক ম্যানেজ করার চেষ্টা করছে। রাজ্যপালের সঙ্গে দেখা হলে এই বিষয়টি রাজ্যপালের সামনে তুলে ধরবেন বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

Next Article