Suvendu Adhikari: বিজেপি কর্মীকে গ্রেফতারির প্রতিবাদ, বিক্ষোভ মিছিলে শুভেন্দু

Suvendu Adhikari: এদিনের এই অভিযোগ পাওয়ার পরই পুলিশ অভিযোগের ভিত্তিতে একজন বিজেপি কর্মীকে গ্রেফতার করে। তার ভিত্তিতে নন্দীগ্রামের বিধায়ক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের একটি স্কুলের কর্মসূচি শেষ করেই সোজা আসেন নন্দীগ্রাম থানায়।

Suvendu Adhikari: বিজেপি কর্মীকে গ্রেফতারির প্রতিবাদ, বিক্ষোভ মিছিলে শুভেন্দু
প্রতিবাদ মিছিল বিজেপিরImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 29, 2025 | 1:13 PM

পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রাম থানায় গিয়ে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি! মিথ্যা মামলা দিয়ে বাড়ি থেকে বিজেপি কর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ বিরোধী দলনেতার। প্রসঙ্গত, বড়দিনের বিকেলে নন্দীগ্রামের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পাঁচালি প্রচার ট্যাবলো ভাঙচুরের ঘটনা ঘটে। তৃণমূল কংগ্রেস বিজেপির দিকেই অভিযোগের আঙুল তোলে । যদিও ওই সব তোলা অভিযোগ খারিজ করে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল দুর্ঘটনার ফলে গাড়িটি ভেঙেছে, তার দায় গেরুয়া শিবিরের উপর উদ্দ্যেশেপ্রণোদিতভাবে চাপানোর চেষ্টা হচ্ছে।

এদিনের এই অভিযোগ পাওয়ার পরই পুলিশ অভিযোগের ভিত্তিতে একজন বিজেপি কর্মীকে গ্রেফতার করে। তার ভিত্তিতে নন্দীগ্রামের বিধায়ক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের একটি স্কুলের কর্মসূচি শেষ করেই সোজা আসেন নন্দীগ্রাম থানায়।এসেই সরাসরি নন্দীগ্রাম থানায় ঢুকে কর্তব্যরত ডিউটি অফিসারের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন।

যদিও সমগ্র ঘটনা চলাকালীন থানায় আইসি ছিলেন না । থানার যেখানে অভিযোগ গ্রহণ করা হয় অভিযোগ গ্রহণ কেন্দ্রের বাইরে জানালা দাঁড়িয়ে আধিকারিকের থেকে জবাব দাবি করেন। যদিও পুলিশের পক্ষে কোনো উত্তর পাননি। শুভেন্দুর আরো অভিযোগ যে সাদা পোশাকে পুলিশ গ্রেফতারের সময় দুর্ব্যবহার করে বলে ও অভিযোগ তার। এই ঘটনায় মন্ডল সভাপতি ধনঞ্জয় ঘড়ার ভাই গৌরাঙ্গ ঘড়া নামের বিজেপি কর্মী। এদিন সকালেই মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করেছে পুলিশ বলে অভিযোগ।

তারই প্রতিবাদে এদিন বেলা সাড়ে এগারোটায় নন্দীগ্রাম বাস স্ট্যান্ড থেকে প্রতিবাদ মিছিল করেন শুভেন্দু।