Khejuri Politics: শুভেন্দুর সভার এক ঘণ্টা পরেই আসরে তৃণমূল! কাঁটায় কাঁটায় টক্কর খেজুরিতে

Suvendu Adhikari: আজ বিকেল ৩টেয় খেজুরি ১ ব্লকের কামারদায় সভা রয়েছে শুভেন্দুর। ইতিমধ্যে 'কামারদা চলো'-র ডাক দিয়েছেন বিরোধী দলনেতা। এদিকে আবার বকেয়া আদায়ের দাবিতে আজই ব্লকে ব্লকে প্রতিবাদ কর্মসূচি রেখেছে শাসক শিবির। শুভেন্দুর সভার এক ঘণ্টা পরে, বিকেল ৪টেয় খেজুরি ২ ব্লকের তৃণমূলের কর্মসূচি রয়েছে।

Khejuri Politics: শুভেন্দুর সভার এক ঘণ্টা পরেই আসরে তৃণমূল! কাঁটায় কাঁটায় টক্কর খেজুরিতে
খেজুরিতে হাইভোল্টেজ শনিবারImage Credit source: Facebook

| Edited By: Soumya Saha

Dec 02, 2023 | 1:11 PM

খেজুরি: ধর্মতলার পর এবার সরগরম খেজুরি। পূর্ব মেদিনীপুরের খেজুরিতে শনিবার সভা করার কথা রয়েছে বিধানসভার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর। হাইকোর্টের থেকে সভার অনুমতি পেয়েছে বিজেপি। আজ বিকেল ৩টেয় খেজুরি ১ ব্লকের কামারদায় সভা রয়েছে শুভেন্দুর। ইতিমধ্যে ‘কামারদা চলো’-র ডাক দিয়েছেন বিরোধী দলনেতা। এদিকে আবার বকেয়া আদায়ের দাবিতে আজই ব্লকে ব্লকে প্রতিবাদ কর্মসূচি রেখেছে শাসক শিবির। শুভেন্দুর সভার এক ঘণ্টা পরে, বিকেল ৪টেয় খেজুরি ২ ব্লকের তৃণমূলের কর্মসূচি রয়েছে। বিজেপি-তৃণমূলের জোড়া কর্মসূচি ঘিরে সরগরম খেজুরি। বাড়তি সতর্ক থাকছে পুলিশ-প্রশাসনও।

উল্লেখ্য, খেজুরিতে বিজেপির এই সভা ঘিরে অনেকদিন ধরেই জটিলতা তৈরি হয়েছিল। প্রশাসনের তরফে সভার অনুমতি পেতে গিয়ে বিজেপিকে সমস্যায় পড়তে হচ্ছিল বলে অভিযোগ। সেই নিয়ে মামলা গড়ায় হাইকোর্টে। শেষ পর্যন্ত আদালতের হস্তক্ষেপে খেজুরিতে বিজেপির সভার অনুমতি মিলেছে। তবে আদালতের নির্দেশ রয়েছে, শব্দবিধি মেনে শান্তিপূর্ণভাবে সভার আয়োজন করতে হবে। কোনওরকম উস্কানিমূলক মন্তব্য করা যাবে না বলেও জানিয়ে দিয়েছিল আদালত।

এদিকে বিজেপি-তৃণমূলের জোড়া কর্মসূচি ঘিরে খেজুরিতে চড়তে শুরু করে দিয়েছে রাজনীতির পারদ। রাজ্যের মন্ত্রী অখিল গিরি বিজেপির কর্মসূচিকে কটাক্ষ করে বলেছেন, “লোকসভা নির্বাচনের আগে প্রতিনিয়ত নন্দীগ্রাম, খেজুরি-সহ বিভিন্ন জায়গায় আইন-শৃঙ্খলার অবনতি ঘটনার চেষ্টা চলছে। এটা রাজনৈতিক ষড়যন্ত্র। কোথাও কোথাও পরিকল্পিতভাবে বিজেপি এই রাজনৈতিক কর্মসূচি সংঘটিত করার চেষ্টা করছে।”

পাল্টা জবাব দিতে ছাড়ছে না জেলা বিজেপি নেতৃত্বও। পূর্ব মেদিনীপুর জেলার বিজেপি নেতা অসীম মিশ্রর বক্তব্য, “লোকসভা ভোটের আগেই শাসক দল তৃণমূলের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে। তাই এই সব অভিযোগ তুলেছেন তাঁরা। আসলে বিজেপির কাজ ও মানুষের স্বতঃস্ফূর্ততা দেখে তাঁরা ভয় পেয়েছেন।”