Tajpur: দুপুর থেকে বিকাল পর্যন্ত বন্ধুদের সঙ্গে সমুদ্রে স্নান, সন্ধ্যায় পর্যটকের সঙ্গে যা হল…

Tajpur: রবিবার সকাল সাড়ে নটা নাগাদ মন্দারমণি বীচে একটি দেহ সমুদ্রে ভাসতে দেখা যায়। পুলিশকে খবর দেওয়া হলে মন্দারমণি উপকূলীয় থানার পুলিশ দেহটি উদ্ধার করে। শনিবার তাজপুর থেকে তলিয়ে যাওয়া নিখোঁজ পর্যটক বলে শনাক্ত করে পুলিশ।

Tajpur: দুপুর থেকে বিকাল পর্যন্ত বন্ধুদের সঙ্গে সমুদ্রে স্নান, সন্ধ্যায় পর্যটকের সঙ্গে যা হল...
সৈকত থেকে পর্যটকের দেহ উদ্ধারImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 13, 2025 | 6:51 PM

পূর্ব মেদিনীপুর: তাজপুরে সমুদ্রস্নানে নেমে তলিয়ে যাওয়া পর্যটক যুবকের দেহ উদ্ধার হলো মন্দারমণি থেকে। মৃত পর্যটক যুবকের নাম সুখদেব বিশ্বাস( ৩৪)। বাড়ি নিউ বারাকপুর। জানা গিয়েছে, শনিবার বন্ধদের সঙ্গে তাজপুর বেড়াতে গিয়েছিলেন সুবোধ। বন্ধুদের সঙ্গে সমুদ্র স্নানে নামেন। বিকেল নাগাদ তলিয়ে যান। বিষয়টি স্থানীয় থানায় জানানো হয়। খোঁজাখুঁজি করার পরে খোঁজ পাওয়া যায়নি।

রবিবার সকাল সাড়ে নটা নাগাদ মন্দারমণি বীচে একটি দেহ সমুদ্রে ভাসতে দেখা যায়। পুলিশকে খবর দেওয়া হলে মন্দারমণি উপকূলীয় থানার পুলিশ দেহটি উদ্ধার করে। শনিবার তাজপুর থেকে তলিয়ে যাওয়া নিখোঁজ পর্যটক বলে শনাক্ত করে পুলিশ। মন্দারমণি উপকূলীয় থানার পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।

দিঘায় জগন্নাথ ধাম গড়ে ওঠার পর থেকে দিঘা সহ তাজপুর,মন্দারমণি, শঙ্করপুর প্রভৃতি পর্যটনকেন্দ্রে ভিড় বাড়ছে। সমুদ্রে স্নানে নেমে তলিয়ে অঘটন ঘটে চলেছে।পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে সমুদ্রস্নানে নেমেই ঘটছে বিপত্ত। এমনটাই জানাচ্ছেন প্রশাসনিক কর্তারা।