পূর্ব মেদিনীপুর: বিজেপি ছাড়ছেন? নাকি রাজনীতি থেকে পুরোপুরি ইতি? জোর গুঞ্জন ছড়িয়েছে বিজেপির পূর্ব মেদিনীপুরের নেতা প্রলয় পালের একটি পোস্ট ঘিরে। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন প্রলয় পাল। আজ বিকেলেই তিনি নিজের ফেসবুক হ্যান্ডেলে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন। লিখেছেন, ‘ভাল থেকো রাজনীতি। আর নয়। দাও বিদায়।’ প্রলয় পালের এই ফেসবুক পোস্ট ঘিরেই কানাঘুষো শুরু হয়ে গিয়েছে জেলার রাজনীতির অন্দরমহলে।
এই ইঙ্গিতপূর্ণ পোস্টের বিষয়টি খোলসা করতে টিভি নাইন বাংলার প্রতিনিধি যোগাযোগ করেছিলেন প্রলয় পালের সঙ্গে। ফোনে প্রলয় পালকে ইঙ্গিতপূর্ণ পোস্টের বিষয়ে প্রশ্ন করতেই সটান জবাব, ‘আমি আর দল করব না।’ সঙ্গে আরও জানালেন, তিনি জেলা সভাপতির সঙ্গে দেখা করার জন্য ইতিমধ্যেই সময় চেয়েছেন। জেলা সভাপতির সঙ্গে দেখা করে আগামিকালই তিনি পদত্যাগপত্র দিতে চাইছেন বলে জানালেন। বললেন, ‘থাকব না আর, দল করব না।’
যদিও কী কারণে তিনি বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। এই নিয়ে কোনও মন্তব্য তিনি করতে চাননি। ফলে তিনি শুধু বিজেপি থেকেই বিদায় নিচ্ছেন, নাকি রাজনীতি থেকেই পুরোপুরি সন্ন্যাস নিচ্ছেন, সেই বিষয়টিও এখনও খোলসা হয়নি। প্রলয় পালের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কী হয়, তা আগামী দিনগুলিতেই স্পষ্ট হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
প্রলয় পাল নিজের ফেসবুক হ্যান্ডেলে বিগত দিনগুলিতে বিজেপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি লাগাতার পোস্ট করেছেন। গতকালও দলের রাজনৈতিক কর্মসূচির ছবি পোস্ট করেছেন তিনি ফেসবুক হ্যান্ডেলে। কিন্তু কেন হঠাৎ তিনি দল ছাড়তে চাইছেন?
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয়েছিল বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি তাপসী মণ্ডলের সঙ্গেও। তিনিও জানালেন, প্রলয় পাল তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন। তাপসী মণ্ডল বলছেন, ‘তিনি আগেও সহসভাপতি ছিলেন। নতুন কমিটিতেও সহসভাপতি রয়েছেন। কিন্তু কেন এটি করছেন, তা আমি বুঝে পাচ্ছি না। উনি আমাদের সক্রিয় কর্মী। তাঁকে যোগ্য সম্মান দিয়েই দলে রাখা হয়েছে। তবে কেন তিনি এসব লিখছেন, তা আমি জানি না।’