পূর্ব মেদিনীপুর: তমলুকে EVM কারচুপির আশঙ্কা আগেই করেছিল বিজেপি। বিকাল পর্যন্ত যা ট্রেন্ড, তাতে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় জয়ের পথে। তার মধ্যেই গণনাকেন্দ্রের বাইরে দুটি সন্দেহভাজন গাড়ি। আর তা নিয়ে উত্তেজনা ছড়াল কোলাঘাট কেটিপিপি হাইস্কুলের গণনা কেন্দ্র চত্বরে।
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের গণনা কেন্দ্রে পুলিশ ও নির্বাচন কমিশনের স্টিকার লাগানো দুটি সন্দেহভাজন গাড়ি ঘিরে উত্তেজনা ছড়াল। সকাল থেকেই কোলাঘাট কেটিপিপি হাইস্কুলে শান্তিপূর্ণভাবে চলছিল তমলুক লোকসভা ভোটের গণনা।
কিন্তু ঠিক বিকাল সাড়ে তিনটার পর থেকে উত্তেজনা ছড়ায় গণনা কেন্দ্রের বাইরে। বিজেপির কর্মী সমর্থকরা নির্বাচন কমিশনের স্টিকার মারা একটি গাড়ি ও অন্যটি পুলিশের স্টিকার মারা আরেকটি গাড়ি দেখে উত্তেজিত হয়ে পড়েন। গাড়িকে আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা।
বিজেপির অভিযোগ, ওই গাড়িতে আইপ্যাকের ছেলেরা অস্ত্রশস্ত্র নিয়ে ইভিএম লুট করতে আসছিল।ঘটনাস্থলে আসে নিরাপত্তার দায়িত্বে থাকা বিশাল বাহিনী। পরবর্তীতে ওই দুটির গাড়িতে থাকা লোকজনেরা কোনরকম কাগজপত্র দেখাতে পারেনি। আর তারপরে ছড়ায় উত্তেজনা। গাড়ি দুটি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মী সমর্থকেরা। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ময়নার বিধায়ক অশোক দিন্দা।
প্রসঙ্গত, বিজেপি আগে থেকেই আশঙ্কা করেছিল। গণনার দুদিন আগেও তমলুকে স্ট্রং রুমের বাইরে ওয়াকি টকি হাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। খবর গিয়েছিল থানায়। পৌঁছয় বাহিনীও। তার মধ্যে এই ঘটনায় স্বাভাবিকভাবেই উত্তেজনার পারদ চড়ে।