তমলুক: বাংলা থেকে লাগাতার গণপিটুনির খবর প্রকাশ্যে আসছে। ঝাড়গ্রাম, হুগলির পর এবার তমলুক। ভরা রাস্তায় দুই মহিলা ও এক শিশুকে বেদম প্রহার উত্তেজিত জনতার। মহিলার হাত পিছমোড়া করে বেঁধে চলে মার। স্রেফ চুরির সন্দেহে তাঁদের মারধর উত্তেজিত জনতার। আহতদের উদ্ধার করে তমলুক থানার পুলিশ।
তমলুকের নিশ্চিন্তবসান গ্রামের বাসিন্দা দীপালি বেরা। অভিযোগ, তাঁর বাড়িতে চুরি করতে আসে দুই মহিলা সহ এক নাবালক। দিপালী দেবীর দাবি, দুপুরবেলা তিনি বাড়িতে একা ছিলেন। সেই সময় তিনজন তাঁর বাড়িতে আসে ভিক্ষার নাম করে। তিনি সেই সময় বাড়িতে ঘুমোচ্ছিলেন। ঘুম ভাঙলে দেখেন দুইজন তাঁর বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছেন। তিনি যখন তাঁদের সঙ্গে কথা বলছিলেন। ঠিক তখন অন্যজন বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসছেন।
এরপর চিৎকার করলে পাড়ার লোকজন জমায়েত হয়ে যায়। তিনজনকেই ধরে ফেলে প্রতিবেশীরা। দুই মহিলার হাত পিছমোড়া করে বেঁধে দেয়। এবং ব্যাপক মারধর শুরু করে এলাকাবাসীর। মারধরের সময় তাঁরা স্বীকার করে গয়নার ব্যাগ কোথায় রেখেছে। গয়নার ব্যাগ পাওয়ার পরে পুলিশকে ফোন করলে পুলিশ ঘটনার স্থলে আসে এবং তিনজনকে থানায় নিয়ে যায়। সমগ্ৰ ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা রয়েছে।