Trinamool Congress: জল গড়িয়েছিল আদালতে, শেষ পর্যন্ত বিজেপির বাড়া ভাতে ছাই দিয়ে হলদিয়ায় বোর্ড গঠন তৃণমূলের

Kanishka Maity | Edited By: জয়দীপ দাস

Aug 25, 2023 | 7:02 PM

Trinamool Congress: প্রথম দিন বোর্ড গঠনের আগে সিপিএমের একজন যোগ দেন তৃণমূলে। পরবর্তীতে গত ১০ অগস্ট বিজেপির এক সদস্যও যোগ দেন তৃণমূলে। তাতেই আরও ক্ষমতা বাড়ে ঘাসফুল শিবিরের।

Trinamool Congress: জল গড়িয়েছিল আদালতে, শেষ পর্যন্ত বিজেপির বাড়া ভাতে ছাই দিয়ে হলদিয়ায় বোর্ড গঠন তৃণমূলের
হলদিয়ায় উড়ল সবুজ আবির
Image Credit source: TV-9 Bangla

Follow Us

হলদিয়া: সবুজ আবির উড়ল হলদিয়াতে (Haldia)। কোর্টে গিয়েও শেষ রক্ষা হল না বিজেপির (BJP)। ঝরল পদ্ম, কুকরাহাটিতে ফুটল ঘাসফুল। প্রসঙ্গত, গত ১০ অগস্ট হলদিয়ার কুকড়াহাটি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, তাঁদের জয়ী সদস্যকে অপহরণ করা হয়েছে। ফলে প্রশাসনের তরফে সেদিন বোর্ড গঠন প্রক্রিয়া স্থগিত রাখা হয়। আদালতে যায় বিজেপিও। এদিন শুক্রবার ফের বোর্ড গঠন হয়। তৃণমূলের পক্ষে ১২টি ভোট পড়ে। বিজেপির পক্ষে যায়  ৯টি ভোট। এই গ্রাম পঞ্চায়েতে মোট আসন ২৩। ভোটের ফল বের হতে দেখা যায় তৃণমূল পায় ১০টি, বিজেপি পায় ১১টি আর সিপিএম পায় ২টি আসন। 

প্রথম দিন বোর্ড গঠনের আগে সিপিএমের একজন যোগ দেন তৃণমূলে। পরবর্তীতে গত ১০ অগস্ট বিজেপির এক সদস্যও যোগ দেন তৃণমূলে। কিন্তু এদিন বোর্ড গঠনের সময় দেখা যায় বিজেপির ৯ জন সদস্য হাজির হলেও বিজেপির একজন সদস্য আসেনি। সিপিএমের অন্য এক সদস্যও এদিন ভোটদান থেকে বিরত থাকে। তাই তৃণমূল ১২টি ও বিজেপি ৯টি ভোট পায়। বোর্ড গঠন করে তৃণমূল। 

এদিকে বোর্ড গঠন প্রক্রিয়াকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় প্রচুর পুলিশ ও র‍্যাফ মোতায়েন ছিল। হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল বলেন, “তৃণমূল কংগ্রেস জোর করে বোর্ড গঠন করে নিয়েছে। কোর্টে আমরা কেস করেছিলাম। আমাদের একজন জয়ী পঞ্চায়েত সদস্য এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে তাই ভোটাভুটিতে অংশগ্রহণ করতে পারেনি।” অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।

Next Article