Tajpur: হুল্লোড় করতে-করতে বিপত্তি, তাজপুরে তলিয়ে গেলেন ৩ জন

Tajpur: পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ বারাসত থেকে সোহান হোসেন (১৬), অনিশ ইসলাম (১৮) ও নসিমুল হক (২৩) সোমবার দিঘার এক হোটেলে এসে ওঠে। তবে দিঘার ভিড় এড়াতে তাজপুর জলদা মৌজার সৈকতে স্নানে নামে তারা।

Tajpur: হুল্লোড় করতে-করতে বিপত্তি, তাজপুরে তলিয়ে গেলেন ৩ জন
তাজপুরে ভয়ঙ্কর ঘটনাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 17, 2025 | 6:16 PM

তাজপুর: বন্ধুদের নিয়ে হইচই করবেন বলে গিয়েছিলেন। কিন্তু তার মধ্যেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। এক মুহূর্তে আনন্দ মাটি হয়ে গেল। তাজপুরে সমুদ্রে তলিয়ে গেল তিনজন পর্যটক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ বারাসত থেকে সোহান হোসেন (১৬), অনিশ ইসলাম (১৮) ও নসিমুল হক (২৩) সোমবার দিঘার এক হোটেলে এসে ওঠে। তবে দিঘার ভিড় এড়াতে তাজপুর জলদা মৌজার সৈকতে স্নানে নামে তারা। এতটাই মত্ত হয়ে যায়, যে সমুদ্রের কিছুটা গভীরে চলে যায় তারা। আর তাতেই হয় বিপত্তি। পরিবারের আর্তনাদ শুনে স্থানীয়ই বাসিন্দা সহ নুলিয়া বন্ধুরা ছুটে আসে। নিয়ে আসা হয় মন্দারমনি থানার স্পিড বোট।

তাঁদের তৎপরতায় সোহানকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। নসিমুল জীবিত রয়েছেন। কিন্তু এখনও খোজ মেলেনি অনিশের। নিখোঁজ পর্যটকের খোঁজে চলছে জোর তল্লাশি অভিযান। উল্লেখ্য, দিঘার সমুদ্রে তলিয়ে যাওয়ার ঘটনা নতুন নয়। এর আগেও দিঘার সমুদ্র সৈকতে ডুবে গিয়েছিলেন অনেকে। বিশেষ করে মদ্যপান করে সমুদ্রে নামার প্রবণতা বেশি থাকায় এই ঘটনা ঘটে। তবে এ ক্ষেত্রে এই সকল যুবকরা মদ্যপান করে সমুদ্রে নেমেছিলেন কি না তা জানা যায়নি।