CPM-TMC: BJP-কে হারাতে জোট বাধল TMC-CPM, জিতেও গেল আসন

Kanishka Maity | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 20, 2025 | 2:56 PM

CPM-TMC: বস্তুত, এই সমবায় সমিতিটি সিপিএমের দখলে ছিল। গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বিজেপি জয়লাভ করে। রাজনৈতিক বিশ্লেষকদের ধারনা বিজেপিকে ঠেকাতে এবার তৃণমূল এবং সিপিএম জোটবদ্ধ হয়ে জয় লাভ করে বোর্ড গঠন করেছে।

CPM-TMC: BJP-কে হারাতে জোট বাধল TMC-CPM, জিতেও গেল আসন
জয়ী তৃণমূল-সিপিএম
Image Credit source: Tv9 Bangla

Follow Us

তমলুক: জোট তৃণমূল-সিপিএম-এর। শুধু ইন্ডিয়া জোটের শরিক দল নয়। পদ্ম শিবিরকে পরাস্ত করতে জোট বাধল বাম-তৃণমূল। সমবায়ে জয়-জয়কার তাদের।

তমলুক ব্লকের চংরাকালাগন্ডা সমবায় কৃষি সমিতির ভোটে বিজেপিকে হারতে তৃণমূল ও সিপিএম জোটবদ্ধ ভাবে লড়াই করে। ন’টি আসন বিশিষ্ট এই সমবায় সমিতিতে তৃণমূল প্রার্থী দেয় ছ’টি আসনে। সিপিএম সমর্থিত প্রার্থীরা প্রার্থী দেয় তিনটি আসনে। বিজেপি প্রার্থী দেয় ন’টি আসনে। ভোটের পর তৃণমূল এবং সিপিএম জোট প্রার্থী ছটি আসনে জয়লাভ করে। বিজেপি জয়লাভ করে তিনটি আসনে।

বস্তুত, এই সমবায় সমিতিটি সিপিএমের দখলে ছিল। গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বিজেপি জয়লাভ করে। রাজনৈতিক বিশ্লেষকদের ধারনা বিজেপিকে ঠেকাতে এবার তৃণমূল এবং সিপিএম জোটবদ্ধ হয়ে জয় লাভ করে বোর্ড গঠন করেছে। তমলুক সাংগঠনিক জেলা সহ সভাপতি আশিস মণ্ডল বলেন, “বিজেপিকে হারাতে আমরা জোটবদ্ধ হয়েছি। আর আমাদের প্রার্থীরা জয়ী হয়েছেন।” এ প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, “আমরা তৃণমূলের কাছে সব সময় শুনে থাকি বিজেপি র সঙ্গে সিপিএম জোট করে। এখন দেখছি উল্টো। সিপিএম-এর সঙ্গে এখন জোট করে জিতছে।”

Next Article