TMC leader Arrest: কুরবান শা খুনের মূল সাক্ষীকে অপহরণের অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা

TMC leader Arrest: সাক্ষী শেখ ইমরান আলি অভিযোগ জানিয়ে বলেন, গ্রেফতারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও আসামিরা পলাতক বলে রিপোর্ট জমা দেয় পাঁশকুড়া থানার পুলিশ আধিকারিক। এরপর ইমরান আলি পুনরায় তমলুক সি জি এম কোর্টে গিয়ে অভিযুক্তরা যে পাঁশকুড়াতে রয়েছে তার ভিডিও ফুটেজ জমা দেয়।

TMC leader Arrest: কুরবান শা খুনের মূল সাক্ষীকে অপহরণের অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা
ফাইল ছবি

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 04, 2023 | 8:02 AM

পাঁশকুড়া: দলের নেতাকে খুনের অভিযোগ। শুধু তাই নয়, ঘটনার মূল সাক্ষীকেও অপহরণ। পাঁশকুড়া থেকে গ্রেফতার তৃণমূল নেতা। জানা গিয়েছে, ২০১৯ সালে নবমীর রাত্রিবেলা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মাইশোরা এলাকায় তৎকালীন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা তৃণমূল নেতা কুরবান শা-কে খুন করা হয়। সেই ঘটনায় গ্রেফতার পাঁশকুড়ার নেতা মুজিবর রহমান।

জানা গিয়েছে, কুরবান শা-কে খুনের ঘটনায় অপহরণ করা হয় মূল সাক্ষী ইমরান আলিকে। অভিযোগ ওঠে,মুজিবর সহ ছয় জন তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে। তৎকালীন সময় তিন জন ছাড়া পায়। বাকি ৩ জনের খোঁজে তল্লাশি চলে বেশ কয়েকদিন ধরে।

সাক্ষী শেখ ইমরান আলি অভিযোগ জানিয়ে বলেন, গ্রেফতারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও আসামিরা পলাতক বলে রিপোর্ট জমা দেয় পাঁশকুড়া থানার পুলিশ আধিকারিক। এরপর ইমরান আলি পুনরায় তমলুক সি জি এম কোর্টে গিয়ে অভিযুক্তরা যে পাঁশকুড়াতে রয়েছে তার ভিডিও ফুটেজ জমা দেয়।

সংশ্লিষ্ট ভিডিয়ো তে দেখা যায় ২৯ শে জুলাই ২০২৩ পাঁশকুড়ার একটি মঞ্চে পাঁশকুড়া থানার আইসি আশীস মজুমদার, এসডিপিও সাকিব আহমেদ ও ইমরান আলির অপহরণকারী মুজিবর রহমান বসে রয়েছে। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি৯ বাংলা। এরপর সি জি এম আদালত পুলিশ সুপার ও পাঁশকুড়া থানার আইসি ও এসডিপিও বিরুদ্ধে পুনরায় তদন্তের নির্দেশ দেয়। এরপরই গতকাল রাত্রে অতি তৎপরতার সঙ্গে পাঁশকুড়ার বিডিও অফিস চত্বর থেকে গ্রেফতার হন তৃণমূলের টাউন কিষাণ ক্ষেতমজুর সেলের সম্পাদক মুজিবর রহমান।

এদিন পাঁশকুড়া থানার পুলিশ আধিকারিক জানান, কুরবান খুনের ঘটনায় সাক্ষীকে অপহরণ করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এদিন ধৃতকে তমলুক জেলা আদালতে তোলা হয়। যদিও তৃণমূল কংগ্রেস করার জন্য তাকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেন অভিযুক্ত মুজিবর রহমান।