Subal Manna-Akhil Giri: শিশিরকে প্রণামের মাশুল দিয়ে পথ খুইয়েছেন, এবার অখিলকে একহাত নিলেন সুবল

Kanishka Maity | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 01, 2024 | 8:22 PM

Subal Manna-Akhil Giri: সুবল কুমার মান্না এদিন জানিয়েছেন, ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন তিনি। হাইকোর্ট যা রায় দেবে সেটাই তিনি মাথা পেতে নেবেন। সুবল বলেন, কেউ যদি হাইকোর্টের রায়কে মান্যতা না দেয়, তাহলে আমার কিছু করার নেই। তবে কাঁথির সাংসদ শিশির অধিকারীকে নিয়ে অবস্থানে অনড় সুবল।

Subal Manna-Akhil Giri: শিশিরকে প্রণামের মাশুল দিয়ে পথ খুইয়েছেন, এবার অখিলকে একহাত নিলেন সুবল

Follow Us

কাঁথি: পুরপ্রধানের পথ খুইয়েছেন সদ্য। এবার রাজ্যের কারামন্ত্রী অখিল গিরিকে এক হাত নিলেন তৃণমূল নেতা তথা প্রাক্তন পুরপ্রধান সুবল কুমার মান্না। নাম না করে আক্রমণ করলেন অখিল গিরিকে। প্রশ্ন তুললেন দলেরই মন্ত্রীর শিক্ষা-দীক্ষা নিয়ে। রীতিমতো হুঁশিয়ারি দিয়ে সুবল বলেছেন, লোকসভা ভোটেই মানুষ বুঝিয়ে দেবেন তিনি। সাংসদ তথা বিরোধী দলনেতার বাবা শিশির অধিকারীকে প্রণাম করার পর থেকেই দলের একাংশের প্রশ্নের মুখে পড়েছিলেন তৎকালীন পুরপ্রধান সুবল মান্না। পরে সুবলের বিরুদ্ধে অনাস্থা আনেন কাউন্সিলররা। বৃহস্পতিবার তাঁকে সরিয়ে পুরপ্রধানের পদ পেয়েছেন অখিল-পুত্র সুপ্রকাশ। এরপরও নিজের অবস্থানে অনড় রয়েছেন সুবল।

প্রশ্ন উঠতে শুরু করেছে আদৌ কি লোকসভা নির্বাচন পর্যন্ত তৃণমূলে থাকবেন সুবল? এই নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়েছে। যদিও সদ্য প্রাক্তন পুরপ্রধানের বক্তব্যে কোনও প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের তরফে। এদিকে, তৃণমূলের এই ঘরোয়া কোন্দল নিয়ে লোকসভা নির্বাচনের আগে মাঠে নামতে চলেছে পদ্ম শিবির।

সুবল কুমার মান্না এদিন জানিয়েছেন, ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন তিনি। হাইকোর্ট যা রায় দেবে সেটাই তিনি মাথা পেতে নেবেন। সুবল বলেন, কেউ যদি হাইকোর্টের রায়কে মান্যতা না দেয়, তাহলে আমার কিছু করার নেই। তবে কাঁথির সাংসদ শিশির অধিকারীকে নিয়ে অবস্থানে অনড় সুবল। তাঁর স্পষ্ট বক্তব্য, “গুরুদেবকে অনুষ্ঠানে গিয়ে প্রণাম করেছি। সেটা কোনও দলীয় মঞ্চ ছিল না। একটি স্কুলের অনুষ্ঠানে গিয়ে শিশির অধিকারীকে প্রণাম করেছি। তিনি তো এখনও দলের সাংসদ।”

নাম না করে রাজ্যের কারা দফতরের মন্ত্রী অখিল গিরিকে কটাক্ষ করেন সুবল। তিনি বলেন, যারা আজকে বলছে তাদের জ্ঞান, ধ্যান ও শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন রয়েছে। আমি হাইকোর্টের নির্দেশটা দিয়েছি, মন্ত্রী ঠিক বলছেন না আমি ঠিক বলছি, পড়ে দেখুন। পরবর্তী শুনানি ১২ ফেব্রুয়ারি। তিনি আরও জানিয়েছেন, তিনি ১৫ টি মামলা করেছেন অধিকারী পরিবারের বিরুদ্ধে।

আগামী লোকসভা নির্বাচনে প্রসঙ্গ টেনে এনে সুবলের দাবি, মানুষের কাছে কতটা গ্রহণযোগ্যতা, তা লোকসভা নির্বাচনে মানুষ বলবে। এ বিষয়ে তীব্র কটাক্ষ করেছে রাজ্যের বিরোধী দল বিজেপি। কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি নেতা অসীম মিশ্র বলেন, গোয়াল ঘরে যুদ্ধ শুরু হয়েছে। আমরা বলছি না, দলেরই নেতারাই বলছে।

Next Article