Supraksh Giri: ‘জেলায় যেখানে গাড়ি যাবে আটকে দেব’, শুভেন্দুকে হুঁশিয়ারি সুপ্রকাশের

Kanishka Maity | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jan 13, 2025 | 6:43 AM

Supraksh Giri: রবিবার কেন্দ্রীয় বঞ্চনা,সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা সহ কুৎসা অপপ্রচার সহ জগন্নাথ মন্দির নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে একটি মিছিল ও পথসভা করেছে জেলা তৃণমূল। উপস্থিত রামনগরের বিধায়ক অখিল গিরি, কাঁথি জেলা যুব সভাপতি সুপ্রকাশ গিরিরা।

Supraksh Giri: জেলায় যেখানে গাড়ি যাবে আটকে দেব, শুভেন্দুকে হুঁশিয়ারি সুপ্রকাশের
সুপ্রকাশ গিরি
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কৌস্তভ গঙ্গোপাধ্যায় ও কনিষ্ক মাইতির রিপোর্ট

দিঘা: দিঘায় জগন্নাথ মন্দির তৈরির হওয়ার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। এটি জগন্নাথ মন্দির নাকি জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র? এই নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকী, কীভাবে এই মন্দিরের উদ্বোধন হয় তাও দেখবেন বলে হুঁশিয়ারি দেন তিনি। শুভেন্দু অধিকারীর পাল্টা এবার মুখ খুললেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরির পুত্র তথা যুব নেতা সুপ্রকাশ গিরি। তিনি বলেন, “আর একটা কথা বললে জেলায় শুভেন্দুর গাড়ি যেখানে যাবে, সেখানে আমরা আটকাব।”

রবিবার কেন্দ্রীয় বঞ্চনা,সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা সহ কুৎসা অপপ্রচার সহ জগন্নাথ মন্দির নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে একটি মিছিল ও পথসভা করেছে জেলা তৃণমূল। উপস্থিত রামনগরের বিধায়ক অখিল গিরি, কাঁথি জেলা যুব সভাপতি সুপ্রকাশ গিরিরা। সেখান থেকে কাঁথি জেলা যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি নিজের বক্তব্যের মাধ্যমে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতাকে তীব্র কটাক্ষ ছুড়েছেন। তিনি বলেন, “দিঘা জগন্নাথ মন্দির নিয়ে আর একটা কথা বললে,এই জেলায় ওর গাড়ি এগোতে দেব না। শুভেন্দুর গাড়ি যে খানে যাবে, সেখানে আমরা তাঁর গাড়ি আটকাব।”

অপরদিকে, এ প্রসঙ্গে টিভি ৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “অপরদিকে, এ প্রসঙ্গে টিভি ৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “এটা গুণ্ডামি ছাড়া আর কী বলব? বিরোধী দলনেতা মানে একজন ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদার লোক। তাঁর গাড়ি আটকে গুন্ডামি করা হচ্ছে নাকি? আমাদেরও ক্ষমতা আছে। বারোটা সিট জিতে আছি। আমাদেরও ৭০ জন বিধায়ক আছেন। সেই এলাকায় আমাদের তো জোর আছে। তাহলে কালকে যদি তৃণমূল লোকেদের গাড়ি আটকাই? এটা গণতন্ত্র নয়।”

 

Next Article